রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি গবেষক
সাদাকালো নিউজ
মালয়েশিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাওয়ার্ড প্রোগ্রামে বাংলাদেশি গবেষকের নাম ঘোষণা করা হয়েছে। ইউনিভার্সিটি অব মালয়েশিয়া তেরেংগানু (ইউএমটি) সোমবার স্নাতকোত্তর গবেষক ও শিক্ষার্থীদের গবেষণার শ্রেষ্ঠত্বের জন্য মর্যাদাপূর্ণ ‘টিএমএনএ রিসার্চ অ্যাওয়ার্ড’ ঘোষণা করেছে।
পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি পিএইচডি গবেষক তাওহীদ হাসান এনার্জি হাইব্রিড মডেল নিয়ে ইউএমটি-তে কাজ করছেন। করোনা মহামারিকালীন সংকটকে মাথায় রেখে দেশের স্বার্থে তিনি সৌরশক্তি দ্বারা পরিচালিত আইসিইউ-এর একটি মডেল তৈরি করেছেন।
দুই মালয়েশিয়ান পিএইচডি সুপারভাইজারের সঙ্গে, তার প্যানেলের সহ-তত্ত্বাবধায়ক হলেন প্রফেসর ড. এম. রেজওয়ান খান, বর্তমান নির্বাহী পরিচালক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) প্রাক্তন উপাচার্য এবং বুয়েটের প্রাক্তন অধ্যাপক।
ইউএমটি পিএইচডি গবেষক তাওহীদ হাসানের বেশ কয়েকটি গবেষণাপত্র রয়েছে এবং এর আগে অন্যান্য গবেষণা পুরস্কার পেয়েছেন।
সোমবার (১৩ মার্চ) ইউএমটি কনভেনশন সেন্টারে (ইউএমটিসিসি) অনুষ্ঠিত ‘গবেষণা দিবস ২০২৩’ উদযাপনের মাধ্যমে পুরস্কারগুলো দেওয়া হয়, যার সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফাদি আহমেদ। পবিত্র কোরআন তেলাওয়াতের পর শুরু হয় মূল অনুষ্ঠান।
ইউএমটি গবেষকরা তাদের অসামান্য গবেষণার জন্য বিভিন্ন বিভাগে পুরস্কার, স্বীকৃতির প্রশংসাপত্র পেয়েছেন। দুইজন স্নাতকোত্তর শিক্ষার্থী গবেষণার ওপর উপস্থাপনা প্রদর্শন করেন। সমস্ত পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরও কয়েকজন বাংলাদেশি গবেষকও রয়েছেন, যা বাংলাদেশের জন্য সত্যিই সুখবর এবং তারা বাংলাদেশি হিসেবে গর্বিত। এমনকি তারা বাংলাদেশের জন্য বিদেশ থেকে শুভেচ্ছা ও পুরস্কার নিয়ে আসছে।