রিয়াল মাদ্রিদের ৭ নম্বর জার্সি পাচ্ছেন ভিনিসিয়াস
সাদাকালো নিউজ
ইউরোপিয়ান ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ এই ক্লাবের হয়ে ঐতিহাসিক ৭ নম্বর জার্সিতে ৯ বছর দাপিয়ে খেলে গিয়েছেন পর্তুগিজ সুপারস্টার পর্তুগিজ সুপারস্টার। তার আগে রাউল গঞ্জালেস, রেমন্ড কোপা ও এমিলিয়ানো বুত্রাগুয়েনোর মতো কিংবদন্তিরাও রিয়ালের ৭ নম্বর জার্সি পরেছেন।
তবে সাম্প্রতিক সময়ে রিয়ালের ৭ নম্বর জার্সিতে আর কেউ নিজেদের তুলে ধরতে পারেননি। সবশেষ বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হাজার্ডের পরনে দেওয়া হয়েছিল এই জার্সি। তবে চোটের কারণে বার্নাব্যুতে তার অবস্থানটা সুখের হয়নি। চার বছরে ৭৬ ম্যাচ খেলে মাত্র ৭ গোল করেছিলেন হাজার্ড।
আগামী জুলাইয়ে নতুন মৌসুমকে সামনে রেখে স্কোয়াডে রদবদল করছে রিয়াল মাদ্রিদ। এমনকি খেলোয়াড়দের জার্সি নম্বরেও পরিবর্তন আসছে তাদের। ২০২০-২১ মৌসুম থেকে রিয়ালের ২০ নম্বর জার্সি পরে খেলা ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র আগামী মৌসুমে পরবেন রিয়ালের ৭ নম্বর জার্সি।
ভিনিসিয়াসের ২০ নম্বর জার্সিটি নতুন মৌসুমে গায়ে দেবেন রায়ো ভায়োকানো থেকে রিয়ালে যোগ দেওয়া ফ্রান গার্সিয়া। ২০২৩–২৪ মৌসুমের জন্য জার্সি নম্বরে এই পরিবর্তন রিয়াল মাদ্রিদ তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে।
এদিকে স্প্যানিশ তারকা মার্কো আসেনসিও রিয়াল ছাড়ছেন। ফলে তার পরা ১১ নম্বর জার্সিটিও খালি হচ্ছে। এটি পেতে যাচ্ছেন ব্রাজিলের আরেক তারকা রদ্রিগো। কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন এই ব্রাজিলিয়ান। ১১ নম্বর জার্সিও রিয়াল মাদ্রিদের আভিজাত্যের প্রতীক। এই জার্সি পরে অতীতে খেলেছেন ক্লাবের কিংবদন্তি পাকো হেন্তো।