রাহুল গান্ধীর সাজা স্থগিত
সাদাকালো নিউজ
মানহানি মামলায় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ২ বছরের সাজা স্থগিত করেছেন গুজরাটের একটি আদালত। একই সঙ্গে আদালত তাকে ১৩ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছেন। ওই দিনই আপিলের শুনানি হবে। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজার রায় স্থগিত থাকবে। গতকাল সোমবার দুপুরে গুজরাটের সুরাটের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট এ আদেশ দেন।
এ দিন বোন প্রিয়াঙ্কা গান্ধী ও অন্যান্য শীর্ষ কংগ্রেস নেতাকে সঙ্গে নিয়ে সুরাট শহরের আদালতে হাজির হন রাহুল। তার আসাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ভিড় জমান কংগ্রেসের নেতাকর্মীরা। তাদের অনেকের হাতে ও টি-শার্টে ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা ছিল। পুলিশ জানায়, পরিস্থিতি বিবেচনায় সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আদালতের সিদ্ধান্তের পর টুইটারে হিন্দিতে রাহুল লেখেন এটি ‘মিত্রকাল’। গণতন্ত্রকে বাঁচাতে মিত্রকালের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। এ লড়াইয়ে সত্যই আমার অস্ত্র, সত্যই আমার সমর্থন।
২০১৯ সালের এক নির্বাচনী সমাবেশে ‘সব চোরের পদবি কেন মোদি হয়’ মন্তব্য করায় গুজরাটের একটি আদালত সম্প্রতি তাকে দুই বছরের কারাদণ্ড দেন। রায়কে কেন্দ্র করে পরদিন রাহুলের লোকসভার সদস্যপদ বাতিল করা হয়। সেই রায়ের বিরুদ্ধে গতকাল আদালতের দ্বারস্থ হন ৩০ দিনের অন্তর্বর্তীকালীন জামিনে থাকা রাহুল। এদিন আদালত জানান, পরবর্তী শুনানির দিন পর্যন্ত কংগ্রেস নেতার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। তার বিরুদ্ধে বিজেপির সাবেক বিধায়ক এবং গুজরাট সরকারের মন্ত্রী পুর্ণেশ মোদি মানহানির যে অভিযোগ দায়ের করেছিলেন, তাকে ১০ এপ্রিলের মধ্যে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ভারতের জনপ্রতিনিধি আইন অনুযায়ী আইনসভার কোনো সদস্য দুই বছর বা তার বেশি মেয়াদে সাজাপ্রাপ্ত হলে তার সদস্যপদ খারিজ হয়ে যায়। পরবর্তী ৮ বছর অভিযুক্ত ব্যক্তি কোনো নির্বাচনে দাঁড়াতে পারবেন না। তবে উচ্চ আদালত নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিলে বা পুরোনো রায় খারিজ করে দিলে অভিযুক্তের আইনসভার সদস্যপদ ফিরিয়ে দিতে হবে। যেমনটা হয়েছে খুনের চেষ্টার অভিযোগে নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত লক্ষদ্বীপের এনসিপি সংসদ সদস্য মহম্মদ ফয়জলের ক্ষেত্রে। কেরল হাইকোর্ট নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দেওয়ায় সম্প্রতি লোকসভার সদস্যপদ ফিরে পান তিনি। এ কারণে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাহুলও লোকসভার সদস্যপদ ফিরে পাবেন। এটা শুধু সময়ের ব্যাপার।