রাশিয়া থেকে ৩০ হাজার টন সার আমদানির প্রস্তাব অনুমোদন
সাদাকালো নিউজ
রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান অস্থিরতার মধ্যেও রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি (পটাশ) সার আমদানির প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (০৩ মার্চ) অনুষ্ঠিত কমিটির চলতি বছরের অষ্টম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন ‘প্রডিনটর্গ’ থেকে এই সার আমদানি করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এজন্য সরকারের দিতে হবে ১৫০ কোটি ২১ লাখ ২৩ হাজার ২২০ টাকা।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া কিভাবে এই সার সরবরাহ করবে বা বাংলাদেশ কেনই বা এই মুহূর্তে রাশিয়া থেকে সার কেনার সিদ্ধান্ত নিল- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সার ক্রয় সংক্রান্ত এই চুক্তি আগেই করা হয়েছিল। আর আগের চুক্তির ধারাবাহিকতায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘সুইফটের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হলে কারেন্সি সোয়াপ বা অল্টারনেটিভ ব্যবস্থা নেওয়ার বিষয় বিবেচনা করা হবে। তবে আশা করা হচ্ছে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হবে।’