রাশিয়া ছাড়ছে জনপ্রিয় টিন্ডার অ্যাপ
সাদাকালো নিউজ
এবার রাশিয়া ছাড়ার ঘোষণা দিয়েছে জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডার। ইউক্রেন আক্রমণের এক বছরেরও বেশি সময় পর মানবাধিকারের ইস্যু সামনে এনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি।
যদিও ইউক্রেনে আগ্রাসনের জেরে বহু আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যেই রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ বা স্থগিত করেছে। বার্তাসংস্থা মঙ্গলবার (২ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ছেড়ে যাওয়ার কথা গত সোমবার ঘোষণা করে ডেটিং অ্যাপ টিন্ডার। সংস্থাটি বলেছে, তারা আগামী ৩০ জুনের মধ্যে রাশিয়া ছেড়ে যাবে কারণ ‘আমরা মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’
যুক্তরাষ্ট্রের টেক্সাস-ভিত্তিক এই সংস্থাটি তার বার্ষিক ইম্প্যাক্ট প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। মূলত পরিবেশ, মানবাধিকার এবং সুশাসনের লক্ষ্যগুলো পূরণে সংস্থাটি কীভাবে কাজ করছে এই প্রতিবেদনটি তারই সারসংক্ষেপ।
সংস্থাটি বলেছে, ‘আমাদের ব্র্যান্ডগুলো রাশিয়ায় তাদের পরিষেবাগুলোতে অ্যাক্সেস সীমাবদ্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে এবং চলতি বছরের ৩০ জুনের মধ্যে রাশিয়ান বাজার থেকে নিজেদের প্রত্যাহার সম্পন্ন করবে।’
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। আর এর প্রতিবাদে হামলার পর থেকেই প্রধান প্রধান পশ্চিমা কোম্পানিগুলোর বেশিরভাগই রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ বা স্থগিত করেছে। অন্যদিকে চীনা কোম্পানিগুলো রাশিয়ায় তাদের উপস্থিতি প্রসারিত করেছে।
এএফপি বলছে, পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের অভ্যন্তরীণ প্রযুক্তিখাতকে শক্তিশালী করেছে।
এছাড়া ক্রমবর্ধমান রাজনৈতিক দমন-পীড়নের পটভূমিতে রাশিয়া যখন নিজেদের প্রযুক্তিখাত নিয়ন্ত্রণের জন্য আইন আরও কঠোর করছে তখনই টিন্ডারের রুশ বাজার ছাড়ার খবর সামনে এলো।