রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্তে জাতিসংঘে প্রস্তাব, ভোট দেয়নি বাংলাদেশ
সাদাকালো নিউজ
ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের এক প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ। এতে বিরত থেকেছে ভারত-পাকিস্তানও। মঙ্গলবার (৪ এপ্রিল) ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের মেয়াদ আরও ১ বছর বাড়াতে এ ভোটাভুটি হয়।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) প্রস্তাবটি তোলে।
তাতে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৭ দেশ ভোটদান থেকে বিরত থাকে। ২৮ দেশ ভোট দেয়। আর বিরোধিতা করে চীন ও ইরিত্রিয়া।
পরে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের স্থায়ী প্রতিনিধি সের্গেই কিসলিৎসিয়া এক টুইটে বলেন, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতির সমর্থনে প্রস্তাবের পক্ষে ভোট দেয়া হয়েছে। এজন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতিনিধিদের অভিবাদন জানাই আমরা। এবার যুদ্ধাপরাধের জবাবদিহি হবে।
এর আগেও একই ইস্যুতে জাতিসংঘে তোলা প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল বাংলাদেশ ও ভারত। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তাব গৃহীত হয়।
সেবার পক্ষে ভোট দেয় ১৪১ দেশ। ৭ দেশ বিপক্ষে দেয়। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ ৩২ দেশ ভোটদান থেকে বিরত ছিল।
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে শুরু থেকেই জাতিসংঘে বিভিন্ন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়ে আসছে চীন। সবশেষ ভোটাভুটিতেও বিপক্ষে ভোট দেয় দেশটি।