রাশিয়ার এক নম্বর শত্রুকে চিনে নিন!
নাফিজা আক্তার
ছিলেন কৌতুক অভিনেতা। হয়ে গেলেন রাষ্ট্রনেতা। এমনই বর্ণময় জীবন রুশ সেনার আক্রমণে বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ক্ষমতায় আসার তিন বছরের মধ্যেই বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। মার্কিন গুপ্তচর সংস্থা জানিয়েছে, এই মুহূর্তে রাশিয়ার এক নম্বর টার্গেট ভলোদিমির জেলেনস্কি। একটি ভিডিও বার্তায় তিনি নিজেও বলেছেন, শত্রুদের হিটলিস্টে রয়েছি আমি। আমার পরিবারের উপরও হামলা চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। রাষ্ট্রপ্রধানকে শেষ করে দিয়ে রাজনৈতিকভাবে গোটা দেশকে ধ্বংস করে ফেলতে চাইছে রাশিয়া।
ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আইনের ছাত্র ছিলেন তিনি। কিয়েভ ন্যাশনাল ইকোনমিক ইউনির্ভাসিটি থেকে আইনে স্নাতক হন। কিন্তু আইনজীবী হওয়ার কোনও আগ্রহ ছিল না জেলেনস্কির। আইনের মারপ্যাচে না গিয়ে অভিনয় জগতে ঢুকে পড়েন তিনি। নিজেকে কৌতুক অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করে তোলেন। ‘সারভেন্ট অফ দ্য পিউপিল’ নামে একটি টেলিভিশন শোয়ের মাধ্যমে সারা দেশে জনপ্রিয়তা অর্জন করেন জেলেনস্কি। এই শো’তে তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক। তারপর সেখানে আচমকাই তিনি হয়ে ওঠেন দেশের প্রেসিডেন্ট। বাস্তবেও জেলেনস্কির জার্নিটা অনেকটা সেরকমই।
২০১৪ সালে ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকভিচ ক্ষমতাচ্যুত হন। এরপরই প্রেসিডেন্ট পদের দিকে আস্তে আস্তে অগ্রসর হতে শুরু করেন জেলেনস্কি। ২০১৮ সালে টেলিভিশন শো’য়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রেসিডেন্ট পদের জন্য প্রচারণা চালাতেও দেখা যায় তাকে। ২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে দাঁড়ান ৪৪ বছরের জেলেনস্কি। বিপুলভোটে জয়লাভও করেন। এককালের কমেডি অভিনেতা এখন যুদ্ধকবলিত দেশের প্রেসিডেন্টের ভূমিকায়। সম্প্রতি সৈনিকের চরিত্রেও দেখা গেছে তাকে। মিলিটারি পোশাকে জেলেনস্কি পৌঁছে গিয়েছিলেন ওয়ারজোনে। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।