রানির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু
সাদাকালো নিউজ
ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের অনুষ্ঠানমালা শুরু হয়েছে। স্টেট গান ক্যারেজের নাবিকরা রানির কফিন নিয়ে ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছেছেন।
সোমবার (১৯ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রানির কফিনের পেছনে আছেন রাজা চার্লস এবং রাজপরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যরা।
ওয়েস্টমিনস্টার অ্যাবের অনুষ্ঠানপর্ব শেষ হওয়ার পর বড় আকারের একটি মিছিল সঙ্গে নিয়ে রানির কফিন ওয়েলিংটন আর্চের উদ্দেশে রওনা করা হবে।
এদিকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরা প্রবেশ করতে শুরু করেছেন। ধারণা করা হচ্ছে, সেখানে ব্রিটেন ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত ৫০০ নেতা অংশ নেবেন।
১১ দিনের রাষ্ট্রীয় শোক শেষ। এবার অন্তিমযাত্রা। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে বিদায় জানাচ্ছে ব্রিটেন।
এরপর ওয়েলিংটন গির্জা, উইন্ডসর ক্যাসেল ঘুরে সেন্ট জর্জ চ্যাপেলে রানির কফিন পরিক্রমা করবে। তারপর রাজপরিবারের ব্যক্তিগত সমাধিস্থলে ‘ডিউক অফ এডিনবরা’ অর্থাৎ প্রিন্স ফিলিপের পাশে সমাধিস্থ করা হবে। গোটা প্রক্রিয়া শেষ হতে হতে স্থানীয় সময় রাত ৮টা বেজে যাবে (বাংলাদেশ সময় সোমবার মধ্যরাত)।
এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া নিজেদের মতো করে আজই রানির শেষকৃত্য সম্পন্ন করবে।