রাজের আইডি থেকে ভিডিও ফাঁস, যা বললেন সুনেরাহ
সাদাকালো নিউজ
মধ্যরাতে নেটাগরিকরা যখন ঘুম ঘুম চোখে ফেসবুকে, তখন হঠাৎ করে অভিনেতা শরীফুল রাজের আইডি থেকে সামনে আসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির অসংলগ্ন অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভিডিওকাণ্ডের ঘটনায় এখন অবদি অভিনেতা রাজ ও তিশা বা তুষি কিছু না বললেও মুখ খুলেছেন সুনেরাহ বিনতে কামাল। ঘটনার কিছুক্ষণ পরেই নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন সুনেরাহ। সেখানে এ ঘটনার জন্য তিনি আকার-ইঙ্গিতে দোষারোপ করেছেন আলোচিত অভিনেত্রী পরীমণিকে।
অভিনেত্রী সুনেরাহ লিখেছেন, রোজের ফেসবুক থেকে যে ভিডিওগুলো প্রকাশ হয়েছে, সেগুলো পাঁচ বছর আগের। ‘ন ডরাই’ সিনেমার শুটিংয়ের সময়ের। সেই সময় তারা এভাবেই মজা করতেন আর প্রতিদিন এভাবেই কথা বলার প্র্যাকটিস করতেন। কারণ, সিনেমার প্রয়োজনে তাদের নাকি এভাবেই কথা বলতে হয়েছে।
সুনেরাহ আরও লিখেন, সে সময় রাজকে তিনি একটি ছবি পাঠিয়েছিলেন। কারণ তিনি শুটিংয়ে মার খেয়েছিলেন যার ফলে শরীরে কালশিটে পড়েছিলো। উঠে দাঁড়াতে পারছিলেন না। শুটিংয়ে যেতে পারবেন না এটা জানানোর জন্যই তিনি ছবিটি পাঠিয়েছিলেন। এমনকি সেই ছবি পরিচালককেও পাঠিয়েছিলেন।
এছাড়া স্ট্যাটাসের শেষে এসব ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আকার-ইঙ্গিতে আলোচিত অভিনেত্রী পরীমণিকে দায়ি করেছেন সুনেরাহ। তিনি লিখেছেন, দয়া করে এ বিষয় নিয়ে আর বাড়াবাড়ি করবেন না। শরিফুল রাজের আইডি হ্যাকড হয়েছে। আর এটা কে করেছে, আমরা সবাই সেটা জানি। প্রকাশ্যে হইচই করতে কোনো কারণ লাগে না যার সেই করেছে। এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি।
এর আগে গেল সোমবার রাত ২টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে ছবি আর ভিডিওগুলো পোস্ট করা হয়। সেখানে কুরুচিপূর্ণ ও অসংলগ্ন ভাষায় কথা বলতে দেখা যায় অভিনেত্রী সুনেরাহকে। প্রথম পোস্টে ১২টি ছবি ও ভিডিও প্রকাশ পায়। এর মধ্যে কয়েকটি ছবি রাজ ও সুনেরাহর ভিডিও কলে কথা বলার। আর ভিডিওগুলো রাতের রাস্তায় তাদের ঘোরাঘুরির।
অন্য একটি ভিডিওতে অভিনেত্রী তিশাকে অসংলগ্ন অবস্থায় দেখা গেছে। রাজের ক্যামেরায় লিফটের ভেতরে অসংলগ্ন অবস্থায় নাচতেও দেখা গেছে তিশাকে। এ ছাড়া আরেক ভিডিওতে দেখা গেছে, রাজ ও তুষি মুখোমুখি বসে আছেন।
অবশ্য ছবি এবং ভিডিও প্রকাশের ২০ মিনিট পেরোনের আগেই সরিয়ে ফেলা হয়। কিন্তু ততক্ষণে এসব বিভিন্নভাবে ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়।