‘রাজনৈতিক সহিংসতার ব্যাপারে জানতে চেয়েছেন ব্রিটিশ হাইকমিশনার’
সাদাকালো নিউজ
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক গত কয়েক দিনের রাজনৈতিক সহিংসতার ব্যাপারে জানতে চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা- তাও জানতে চেয়েছেন কুক।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে মিটিংয়ে গত কয়েক দিনের রাজনৈতিক সহিংসতার ব্যাপারে দলের সাধারণ সম্পাদক হিসেবে তার বক্তব্য জানতে চাওয়া হয়েছে।
এ সময় তিনি বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনার আবার অংগ্রহণমূলক কথাটা যুক্ত করেছেন। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা তা জানতে চেয়েছেন।’
বৃহস্পতিবার (২০ জুলাই) বনানীর সেতু ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা ক্ষমতাসীন দল। দেশটা শান্তিতে চলবে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে এটাই আমাদের চাওয়া। দেশে অশান্তি হলে ক্ষতি আমাদের, নির্বাচনের ক্ষতি। আমরা কেন অশান্তি ডেকে আনব? আমি গত কয়েকটি মিটিংয়ে নেতাকর্মীদের মাথা গরম না করার জন্য নির্দেশনা দিয়েছি।’
তিনি বলেন, ‘যেসব রাজনৈতিক দুর্বৃত্ত অশান্তি সৃষ্টি করে, তাদের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁজখবর নিতে বলা হয়েছে। তিনি এ ব্যাপারে যথেষ্ট তৎপর আছেন।’