রাজধানীর বছিলায় অভিযান চালিয়ে ২ ট্রাক ভেজাল শিশুখাদ্য জব্দ করেছে বিএসটিআই
ওবায়দুল শেখ
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে এভাবেই দুইটি ট্রাক বোঝাই করে নিয়ে আস হয় শিশুখাদ্য। এসব পানীয় দেখে শিশুদের জিভে জল আসতে বাধ্য। কিন্তু বিএসটিআইয়ের কর্মকর্তারা দিলেন পিলে চমকানো তথ্য।
দেখতে স্বাস্থ্যকর ও সুস্বাদু মনে হলেও, এসব শিশুখাদ্য বিষের চেয়ে কোনো অংশে কম নয়। বিএসটিআইয়ের কর্মকর্তারা বললেন, খাওয়ার অযোগ্য রং দিয়ে বানানো হয়েছে ফ্লেভার ড্রিংক আর আইস ললি বা ললিলপ। যা পান করলে নষ্ট হতে পারে শিশুদের কিডনি। দীর্ঘমেয়াদে পান করায় হতে পারে ক্যান্সারও।
শিশুদের ঝুকির মধ্যে ফেলে নিজেদের পকেট ভারী করতে, মোহাম্মদপুরের বছিলার এ.আর. কনজ্যুমার-এর কারখানায় দীর্ঘদিন ধরে উৎপাদন হচ্ছিল এসব ভেজাল পণ্য। বিএসটিআইয়ের বাধ্যত্যামূলক তালিকায় থাকা পণ্য উৎপাদন করলেও, সংস্থাটির অন্যুমোদন নেয়নি প্রতিষ্ঠানটি। অথচ প্রতারণা করে ব্যবহার করছে বিএসটিআইয়ের মান চিহ্ন।
অবশেষে মঙ্গলবার বিএসটিআইয়ের একটি দল অভিযান চালায় কারখানাটিতে। জব্দ করা হয় দুই ট্রাক নকল পণ্য। এসময় কারখানার মালিক ও কর্মচারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে কারখানা সিলগালা করে প্রতিষ্ঠানটিতে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। চলছে মামলা দায়েরের প্রস্তুতি।
বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, শিগগিরই কারখানাটির মালিককে গ্রেপ্তারে পদক্ষেপ নিবেন তারা।