রাজকে ছেড়ে কার প্রেমে পড়লেন পরীমণি ?
সাদাকালো নিউজ
অভিনেতা মাহফুজ আহমেদ। এই নামের সাথে যুক্ত দুই দশকের সফল ক্যারিয়ার। সেই সাফল্য নিয়েই প্রায় এক দশক ধরে চলচ্চিত্রে নেই তিনি। সেই শূণ্যতা ভেঙেছেন ‘প্রহেলিকা’ ছবির মাধ্যমে। মাহফুজ অভিনীত শেষ সিনেমা ‘জিরো ডিগ্রি’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। মাঝে ২০১৮ সালে ‘সাড়ে তিন খান চিঠি’ নামে এক ঘণ্টার নাটকে অভিনয় করেছিলেন।
এবার ‘প্রহেলিকা’ ছবিতে মাহফুজের নায়িকা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ছবিটির মাধ্যমে প্রথমবার জুটি হওয়া তাদের। চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন এই ‘প্রহেলিকা’। ছবিটি কবে মুক্তি পাবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে সিনেমাটির গান ‘মেঘের নৌকা’ সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে।
এদিকে ‘মেঘের নৌকা’ গানটির লিংক শেয়ার করেছেন নায়িকা পরীমণি। গানটি দেখে মুগ্ধ তিনি। গানের কথা, সুর, গায়কী ও লোকেশন দেখে তার মন আনন্দে ভরে উঠেছে। গানে মাহফুজ আহমেদকে দেখে প্রেমে পড়ার কথা ব্যক্ত করেছেন তিনি।
‘মেঘের নৌকা’ গানটি দেখে পরীমণি বলেছেন, ‘কী সুন্দর মিষ্টি একটা গান! সুন্দর গানের কথা, সুর, গায়কী, লোকেশন আর শিল্পীরা। এতসব সুন্দরের মাঝে আমার চোখ আটকে রইল মনার দিকে। মানে মাহফুজ আহমেদ। কী রোমান্টিক লুক! জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো আপনি মনা।’
‘প্রহেলিকা’ সিনেমায় মাহফুজ আহমেদ অভিনয় করেছেন মনা চরিত্রে। ধারণা করা হচ্ছে, টিভি নাটকে অভিনেতার তুমুল জনপ্রিয় দুই চরিত্র নূরুল হুদা আর চৈতা পাগলাকেও ছাপিয়ে যাবে মনা। গানটিতে মাহফুজের নায়িকা শবনম বুবলী। পরী অবশ্য তাকে নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে তিনি নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রশংসা করেছেন।
পরীমণি বলেন, ‘চয়নিকা চৌধুরী তুমি সত্যিই অসাধারণ। এমন করে প্রেমটা তুমি পর্দায় তোলো, তার আরও একটা উদাহরণ হয়ে রইল। আমার গর্ব হয় তোমার জন্য। আমরা নিশ্চয়ই গর্ব করে বলতে পারি- আমাদের একজন চয়নিকা চৌধুরী আছেন।’
গানটি দেখে অধিকাংশ দর্শকই এর ভূয়সী প্রশংসা করছেন। গানের ইউটিউব কমেন্ট বক্সে অধরা খান নামের এক নেটিজন লেখেন, সব মিলিয়ে অসাধারণ, কিছু বলার ভাষা নেই। যেমন মাহফুজ আহমেদ তেমন বুবলী। সাথে পরিবেশ, ইমরান ও কোনালের কণ্ঠ। বিশেষ করে, নতুন জুটি মাহফুজ-বুবলীর রোমান্সে বুঁদ সবাই।
চিত্রনায়ক মাহফুজ আহমেদ বলেন, ‘অনেক বছর হয় চলচ্চিত্র করিনি। তবে বিরতির পর প্রহেলিকার মাধ্যমে দারুণ গল্পের একটি ছবিতে কাজ দিয়ে ফিরেছি। পরিচালকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে অনেকবার বসেছি। ছবিটির গল্পের প্রয়োজনেই ‘মেঘের নৌকা’ গানটি। একিসঙ্গে ভালো লাগবে ছবিটিও।