রমজানে কঠিন পরিস্থিতির মুখোমুখি ইউক্রেনের মুসলিমরা
সাদাকালো নিউজ
রাশিয়ার সামরিক অভিযানের মুখে ইউক্রেনের মুসলিমরা এ বছর পবিত্র রমজান মাসে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
দিন যত যাচ্ছে, ইউক্রেনে রাশিয়ার অভিযানও তত জোরালো হচ্ছে। ইউক্রেনে পঞ্চম সপ্তাহে গড়িয়েছে রুশ সামরিক অভিযান। দুই দেশের মধ্যে শান্তি আলোচনা চলমান থাকলেও যুদ্ধ বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পুতিন-জেলেনস্কি। ফলে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের।
ঠিক এমন পরিস্থিতিতে এরইমধ্যে শনিবার দেশটিতে শুরু হয়েছে রমজান মাস। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এই প্রথম এমন ধ্বংসযজ্ঞের মধ্যে রোজা পালন করছেন ইউক্রেনের সাধারণ মুসলিমরা। তাদের জন্য এ এক নতুন অভিজ্ঞতা।
স্থানীয় মুসলিমরা বলছেন, এ বছরের রমজানের প্রস্তুতি একেবারেই অন্যরকম। একদিকে বোমা পড়ছে অন্যদিকে কারফিউ। এমনকি সন্ধ্যায় যখন পরিবারগুলো ইফতার করে তখনও তাদের সাবধানে থাকতে হয়।
এদিকে যুদ্ধের কারণে নিত্যপণ্যের দাম যখন বাড়ছে, তখন কিছু খাবারের মজুত কমে এসেছে বলে জানান তাঁরা।
তাঁরা জানান, আগে রোজার সময় তাঁরা সাইরেন শুনে ইফতার ও সাহ্রি করতেন । এখন সাইরেন শুনলে লুকিয়ে পড়েন। কেননা তাঁরা জানেনা কাল কী হবে।