রতন টাটার প্রয়াণে মোদি-মমতার শোক
ভারতের অন্যতম বৃহৎ শিল্প সংস্থা টাটা গ্রুপের কর্ণধার রতন টাটার প্রয়াণে গভীরভাবে শোকা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা জানালেন, শুধু শিল্পজগত নন, সমাজের এক মহীরূহ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
তিনি আরও বলেন, একইসঙ্গে রতন টাটা স্রেফ বোর্ডরুমের মধ্যে আটকে থাকেননি। সেই গণ্ডি ছাড়িয়ে গিয়েছিলেন তিনি। নিজের নম্রতা. উদারতা এলং আমাদের সমাজকে উন্নততর করে তোলার জন্য যে ব্রত নিয়েছিলেন, সেটার কারণে উনি অসংখ্য মানুষের প্রিয় হয়ে উঠেছিলেন।
নরেন্দ্র মোদি আরও বলেন, বড় স্বপ্ন দেখা এবং সেটা পূরণের ক্ষেত্রে রতন টাটাজির যে আবেগ ছিল, সেটা তার অন্যতম অনন্য দিক। উনি শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পশুকল্যাণের মতো অসংখ্য বিষয়ের ক্ষেত্রে তাঁর অবদান কখনও ভোলার নয়।
এদিকে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শিল্প জগতে ও সমাজের জন্য রতন টাটার প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি।
রতন টাটা বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৬ বছর। টাটা গ্রুপ এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে।