রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় শাহরুখ!
সাদাকালো নিউজ
অবশেষে মুক্তি পেল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের অভিনীত দীর্ঘ প্রত্যাশিত সিনেমার ট্রেইলার ‘ব্রহ্মাস্ত্র’। সিনামাটির ভিএফএক্স এবং অ্যাকশনে ভরা ট্রেইলার নিয়ে চলছিল বিভিন্ন আলোচনা ও সমালোচনা।
সিনেমাটিতে এবার প্রথম বারের মত অভিনয় করেছেন রণাবীর কাপুর এবং আলিয়া ভাট।
বলিউডভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবলের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, সিনেমায় রণবীর কাপুরের চরিত্রের নাম শিব, যিনি কিনা পৃথিবীকে রক্ষা করতে চায় এবং অপর দিকে আলিয়ার চরিত্রের নাম ইশা।
এরসাথে এই সিনেমায় প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন, ভারতের সুপারস্টার অমিতাভ বাচ্চন এবং তামিলের সুপারস্টার নাগার্জুন।
সিনেমায় খলচরিত্রে কাজ করা জুনুন এর অন্ধকার শক্তি থেকে পৃথিবীকে বাচাঁতে শিব হাতে অস্ত্র তুলে নেয়।
এতে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে এ বছরের ৯ সেপ্টেম্বর।