রণবীরের সঙ্গে কীর্তি
সাদাকালো নিউজ
দক্ষিণী সিনেমার সাম্প্রতিক সময়ের আলোচিত অভিনেত্রী কীর্তি সুরেশ। তবে শুধু দক্ষিণী ইন্ডাস্ট্রি নয়, বলিউডেও রয়েছে তার জনপ্রিয়তা। তারই ধারাবাহিকতায় এবার রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধলেন এ অভিনেত্রী।
গতকাল একটি ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। পরিচালক রাজেশ সাথি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন। সেখানে তার সঙ্গে ছিলেন রণবীর সিং ও কীর্তি সুরেশ। তিনজনই হাসিমুখে একটি সেলফি তোলেন। এরপর ছবি দেখেই নেটিজেনরা ধারনা করেন, রণবীরের সঙ্গে নতুন ছবিতে কাজ শুরু করছেন কীর্তি। তবে সে ধারণায় পানি ঢেলে দিয়েছেন নির্মাতা রাজেশ। তিনি এক ভক্তের প্রশ্নের উত্তরে বলেন, ‘সিনেমা নয়, একটি বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে কাজ করেছেন এই দুই তারকা। এর মাধ্যমে প্রধমবারের মতো পর্দায় দেখা যাবে রণবীর-কীর্তিকে।’
তবে বিজ্ঞাপন কিংবা সিনেমা হোক, এই জুটিকে যে ভক্তরা এরই মধ্যে পছন্দ করেছেন, তা বলাই বাহুল্য। এর আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল রণবীর ও কীর্তিকে। সে অনুষ্ঠানে বিজয় থেলাপতির একটি গানে নেচেছিলেন দুজন। এবার কাজ করলেন বিজ্ঞাপনে। সামনে সিনেমায় একসঙ্গে তাদের দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা।