যে ৪ বিভাগে হতে পারে বৃষ্টি
আজ সোমবার দেশের ৪টি বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকারও কোনো কোনো স্থানে কিছুটা বৃষ্টি হতে পারে। আর এমন অবস্থা চলতে পারে আরও দুই-একদিন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন সোমবার জানান, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। বাকি ৪ বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে।
এদিকে আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। গতকাল রোববারও এমন অবস্থা ছিল দিনের কিছুটা সময়। মেঘলা আকাশ, ভ্যাপসা গরম, আবার সামান্য বৃষ্টি-এমন অবস্থা চলছে রাজধানীতে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলছেন, রাজধানীতে আজ সামান্য বৃষ্টি হতে পারে। আকাশ এমনটা মেঘলা থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় কুমিল্লায়, ৫৯ মিলিমিটার।
আগামী বুধবার থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের।