যে ৪ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে
সাদাকালো নিউজ
ভারী বৃষ্টিপাত কমায় সিলেট-সুনামগঞ্জসহ বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আগামী ২৪ ঘণ্টায় চার জেলায় পরিস্থিতি অবনতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে সংস্থাটি এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। পূর্বাভাসের তথ্যমতে, আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা কম। তাই কিছু নদীর পানি কমতে পারে। তবে গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়ছে। এছাড়া কিছু নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। এমন অবস্থায় কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।
এছাড়া সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও জামালপুর জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। তবে শরীয়তপুর ও মাদারীপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।