যে কারণে টেস্টের চুক্তিতে নেই মোস্তাফিজ |
ওবায়দুল শেখ
করোনাকালে ক্রিকেট মানেই জৈব সুরক্ষা বলয়। টেস্ট সিরিজে যে বলয়ে থাকতে হয় আরও বেশি সময়। এ কারণে পাঁচ দিনের ম্যাচ খেলতে অনীহা মোস্তাফিজুর রহমানের। তাই বাঁহাতি পেসারকে টেস্টের চুক্তিতে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
নতুন চুক্তিতে মোস্তাফিজ আছেন ওয়ানডে ও টি-টুয়েন্টিতে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সংবাদমাধ্যমকে জানান ফিজের অনাগ্রহের কথা।
আকরাম খান বলেন, মোস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না। এখন সে টেস্টে আগ্রহী না। মোস্তাফিজ আমাদের জানিয়েছে, যতদিন এই কোয়ারেন্টাইন বা জৈব সুরক্ষা বলয় আছে, টেস্টে ওর মনোযোগ দেয়া কঠিন হবে। তাই এখন সে টেস্ট খেলতে চাচ্ছে না।
তিনি আরও বলেন, এটা আমরাও খুব ইতিবাচকভাবে নিয়েছি। যেহেতু সে টি-টুয়েন্টি আর ওয়ানডের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই আমরা আলাপ-আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।
ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে নতুনত্ব এনেছে বিসিবি। সংস্করণ ভাগ করে চুক্তিতে থাকা খেলোয়াড়ের তালিকা প্রকাশ করা হয় বুধবার।
চুক্তিতে থাকা ২৪ ক্রিকেটারের মধ্যে তিন সংস্করণেই আছেন মাত্র পাঁচজন। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।