যেমন পাত্র পছন্দ অভিনেত্রী মৌসুমী হামিদের
নাফিজা আক্তার
বড় পর্দায় অভিনয় করে হয়েছেন প্রসংসিত। আর ছোট পর্দায় তুমুল জনপ্রিয়তা তার। বলছি বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রী মৌসুমী হামিদের কথা। শোবিজের অভিনেতা-অভিনেত্রীরা সচরাচর নিজেদের বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটে রাখেন।
নিজের বয়স লুকিয়ে কেউ আবার বলেন, ধুর কি যে বলেন না আপনারা! বিয়ে করার বয়স হয়েছে নাকি? অথচ তাদের থেকে একদম আলাদা মৌসুমী হামিদ। বয়স আর কত হবে এই নায়িকার খুব জোড় ২৭ অথবা ২৮। ক্যারিয়ারের উচ্চতায় অবস্থান করছেন। তবে বিয়ে নিয়ে বেশ খোলামেলা এই অভিনেত্রী। জানালেন, বিয়ে নিয়ে চিন্তা শুরু করে দিয়েছেন।
শুক্রবার এই নায়িকার মুক্তি পেয়েছে ‘ছিটমহল’ নামের সিনেমা। এইচ আর হাবিব পরিচালিত ছবিটিতে তিনি অভিনয় করেছেন প্রীতিবালা চরিত্রে। সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের ছিটমহলের নাগরিকদের দুঃখ-দুর্দশা, জীবনপ্রবাহের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এটি মূলত একটি দেশপ্রেমের ছবি। ছিটমহলে বসবাসকারী একটি হিন্দু পরিবারের জীবনপ্রবাহ দেখানো হয়েছে। এতে আমার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন শিমুল খান।
শোবিজের অনেকেই বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন, আপনি করবেন কবে? এমন প্রশ্নের উত্তরে মৌসুমী হামিদ বলেন, ‘চলতি বছরের যে কোনো সময় বিয়ে হয়ে যেতে পারে। পরিবার থেকেও চাপ আছে। কিন্তু সমস্যা তৈরি হয়েছে আমার উচ্চতা নিয়ে। আমার মতো লম্বা দেখতে কোনো ছেলেই পাচ্ছি না। আমার উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। এমন উচ্চতার ছেলে পেলে যে কোনো মুহূর্তে বিয়ে করে ফেলবো।’
স্বামী হিসেবে কেমন পাত্র চান? উত্তরে ব্ল্যাকমানি সিনেমার এই নায়িকা বলেন, জীবনসঙ্গী হিসেবে শিক্ষিত, রুচিশীল মানুষ চাই। তাকে যে সুদর্শন হতে হবে এমন বাধ্য বাধকতা নেই। তবে বরকে অবশ্যই আমার থেকে বেশি উচ্চতার হতে হবে।
গেল বছর দেশের বিনোদনজগতে এক দশকে পা ফেললেন মৌসুমী হামিদ। দশকজুড়ে চরিত্র নিয়ে কোনো ছাড় দেননি এই অভিনেত্রী। রাস্তার মেয়ে, ভিখারি, ধনীর দুলালি, থ্রিলার-সব চরিত্রেই সমানতালে অভিনয় করে গেছেন।
সাতক্ষীরার কালীগঞ্জে জন্মগ্রহণ করেছেন মৌসুমী হামিদ। মাধ্যমিক বিদ্যালয় শেষ হবার পর খুলনা চলে যান এই অভিনেত্রী। সেখানে আজম খান কমার্স কলেজে ভর্তি হন। ২০১১ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টারে তিনি রানার্স আপ হন। এরপর টেলিভিশন ধারাবাহিক ‘রশ্নি’ এ অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। প্রথমবারের মতো ২০১৩ সালে ‘না মানুষ’ চলচ্চিত্রে নাম লেখান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।