যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘প্রিয়তমা’
সাদাকালো নিউজ
কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে ঝড় তোলা ‘প্রিয়তমা’ এবার দেখা যাবে যুক্তরাষ্ট্র ও কানাডায়। আজ শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের ৩৭টি ও কানাডার পাঁচটি প্রেক্ষাগৃহে চলবে শাকিব খান-ইধিকা পাল অভিনীত এই সিনেমা। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা হিমেল আশরাফ।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আগামীকাল থেকে বিশ্বব্যাপী মোট ১৫০ হলে চলবে প্রিয়তমা। বাংলাদেশে ১০৮ (দ্বিতীয় সপ্তাহ), আমেরিকা ৩৭ এবং কানাডায় ৫টি হলে সগৌরবে চলবে আপনাদের প্রিয়তমা। আপনার পরিবার, প্রিয়জন, প্রিয়তম বা প্রিয়তমাকে নিয়ে উপভোগ করুন সুপারহিট প্রিয়তমা।’
এর আগে যুক্তরাষ্ট্রের কোন কোন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে, ফেসবুকে সেই তালিকা প্রকাশ করেন চিত্রনায়ক শাকিব খান। তিনি লেখেন, ‘‘ঈদুল আজহা থেকে সারা দেশের মানুষের ভালোবাসায় ধন্য হয়ে আগামী ৭ জুলাই থেকে সুদূর আমেরিকা ও কানাডায় ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে। দেশের পর প্রবাসে বসবাসরত সব বাংলা ভাষাভাষীর মন জয় করে ‘প্রিয়তমা’র ভালোবাসা ছড়িয়ে যাবে সমগ্র পৃথিবীতে!’’
যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটি পরিবেশনের দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব বললেন, ‘হলিউডসহ পৃথিবীর অন্যান্য বড় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটি সুপার পিক সিজন। তাদের বড় বড় সব সিনেমার দাপটে এ সময়ে থিয়েটার চেইনগুলোতে জায়গা পাওয়া মোটামুটি অসম্ভব। এখন ৪২টি হল পাওয়া আসলে অন্য সময়ে ১৪২টি হল পাওয়ার সমান।’
জানা গেছে, যুক্তরাষ্ট্রের পর পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ‘প্রিয়তমা’।
প্রসঙ্গত, রোমান্টিক-অ্যাকশন ধাঁচে এই সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। আরশাদ আদনান প্রযোজিত সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এ ছাড়া রয়েছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহিদ নবী প্রমুখ।