যারা ঘুষ দেয়, তাদের জায়গা জাহান্নামে: অর্থমন্ত্রী
সাদাকালো নিউজ
যারা ঘুষ দেয়, তাদের জায়গা জাহান্নামে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুল্ক ও কর কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার ও অসহযোগিতার অভিযোগের বিষয়ে তিনি এ মন্তব্য করেন।
শুল্ক ও কর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘আপনারা ঘুষ দিচ্ছেন কেন? আপনাদের কাছে অনুরোধ, ঘুষ দেবেন না।’ এসময় হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘ঘুষ দেওয়া যাবে না। যারা ঘুষ দেয়, তাদের জায়গা হবে জাহান্নামে।’
মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর একটি হোটেলে আসন্ন বাজেট উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত পরামর্শক সভায় তিনি এ মন্তব্য করেন।
আগামী (২০২২-২৩) অর্থবছরের বাজেটেও ব্যবসায়ীরা জিতবেন বলে সভায় মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘প্রাক-বাজেট আলোচনায় আপনারা যেসব প্রস্তাবনা দিয়েছেন তা আমরা বিবেচনা করবো। তবে এবারের বাজেটের মূল থিম হচ্ছে ‘উইন উইন সিচুয়েশন’। তার মানে হচ্ছে আগামী বাজেটে আপনারা কেউ হারবেন না, জিতবেন। পাশাপাশি আপনাদের সঙ্গে আমাদের সরকারও জিতবে। আমরা সবাই জিতবো।’
মুস্তফা কামাল বলেন, ‘গত ১৩ বছরে রাজস্ব আটগুণ বেড়েছে। এতে ব্যবসায়ীদের অবদান রয়েছে। তবে ব্যবসায়ীদের এটাও মনে রাখতে হবে আগামীতেও কর পরিশোধ করতে হবে। তা না হলে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প কীভাবে বাস্তবায়ন হবে অথবা মেগাপ্রকল্প সরকার কীভাবে শেষ করবে।