‘যারা ক্ষমতার অপব্যবহার করে, তারাই ধর্ষণ করে’
ভারতের পশ্চিমবঙ্গে আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ন্যাক্কারজনক ঘটনার রেশ এখনও কাটেনি। বিচারের দাবিতে মাঠে নেমেছেন সাধারণ মানুষ। তারকা থেকে আইনজীবী, পথে নেমেছেন অভিনেত্রীরাও।
আরজি কর নিয়ে অভিনেত্রী শ্রুতি দাস বলেছেন, ‘দারোয়ান ধর্ষণ করতে পারে। শ্রুতির সেই ভিডিও নিজের ওয়ালে শেয়ার করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছেন, ‘শ্রুতি তোমার সঙ্গে আমার পরিচয় নেই। তবে তোমার এই প্রতিবাদকে আমি সাধুবাদ জানাই। তবে কি জানো তো মা, দারোয়ান না, যারা ক্ষমতার অপব্যবহার করে থাকে, তারা ধর্ষণ করে থাকে, বারবার প্রতিবার।’
শ্রুতি লিখেছেন, ‘আমরা যখন নাইটে আউটডোর করি, তখন একটা মেকআপ ভ্যানে একা শ্যুটিং করে এসে যখন বসি তখন যদি একজন দারোয়ান এসে ধর্ষণ করে মেরে দিতে পারে। তখন তার দায় কে নেবে? তাহলে আমরা শ্যুটিং করা বন্ধ করে দেব? আমরা যাঁরা বিনোদন জগতের সঙ্গে যুক্ত, আমরা যাঁরা দিনে ১৪ ঘণ্টা কাজ করি, মাসে একদিন ছুটি পাই তাদের নিরাপত্তার দায়িত্বটা কার?’
এখানেই না থেমে শ্রতির হুঁশিয়ারি ছিল প্রশাসনের প্রতি, ‘আজকে রাতে দখল করেছি, আমরা এরপর দিনে দখল নেব। সবকিছু স্তব্ধ করে দেব, দেখব কার বাড়ির ছেলে, কার বাড়ির মেয়ে কাজে যায়।’