যাত্রাবাড়ীর ৩ দোকানিকে জরিমানা দেড় লাখ
সাদাকালো নিউজ
রাজধানীর যাত্রাবাড়ীতে অবৈধভাবে সয়াবিন তেল মজুত রাখায় তিন দোকানিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়, অভিযান শেষ হয় বেলা ৩টার দিকে। র্যাব-৩ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য জানান।
তিনি জানান, সয়াবিন তেলের অবৈধ মজুতের অপরাধে উত্তর যাত্রাবাড়ীর অদ্বিতি ট্রেডার্স, মেসার্স সিফাত ট্রেডিং ও মেসার্স মিন্টু স্টোরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বীণা রানী দাস জানান, এই তিনটি মুদি দোকানে সয়াবিন তেলের মূল্য বেশি রাখা ছাড়াও তেল মজুত করা হয়েছে। কোথা থেকে তারা এই তেল কিনেছে তার রশিদও দেখাতে পারেনি।
ঈদের আগে হঠাৎ বাজার থেকে ‘উধাও’ হয়ে যায় সয়াবিন তেল। অতিরিক্ত দাম দিয়েও তেল কিনতে পারছিলেন না ভোক্তারা। রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী, বনানী, তেজকুনীপাড়াসহ বড় বাজারগুলোতে সয়াবিন তেলের সংকট ছিল। দু-একটি দোকানে তেল পাওয়া গেলেও তা ছিল চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল।
এরপর গত ৫ মে বাণিজ্য সচিবের সঙ্গে মিলমালিকদের বৈঠকের পর সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভোক্তাপর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ ও খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকা। এরপরও বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি।