২৩৮ যন্ত্রপাতি নষ্ট বড় তিন হাসপাতালে
সাদাকালো নিউজ
তিনটি প্রধান সরকারি হাসপাতালে ২৩৮টি যন্ত্রপাতি নষ্ট পড়ে আছে। এর মধ্যে অনেক যন্ত্রপাতি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া অচল হয়ে পড়ে আছে চারটি অ্যাম্বুলেন্স। স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে হাসপাতালগুলোর দুরবস্থার এই চিত্র পাওয়া গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল। হাসপাতাল ও যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর হিসাবে হাসপাতাল তিনটিতে নষ্ট হওয়া যন্ত্রপাতির মূল্য অন্তত ১০০ কোটি টাকা।
তবে ওই তালিকার বাইরে তিনটি হাসপাতালে আরও অনেক যন্ত্রপাতি আছে। কিছু যন্ত্র নষ্ট থাকার তথ্যও রয়েছে। যেমন তালিকায় দেখাচ্ছে ঢাকা মেডিকেলের একটি এমআরআই যন্ত্র চালু আছে, বাস্তবে একটিও চালু নেই। গত সোমবার ওই প্রতিষ্ঠানে গিয়ে জানা যায়, এমআরআই যন্ত্র সব নষ্ট। অন্যদিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি ডায়ালাইসিস যন্ত্র ও একটি আইসিইউ ভেন্টিলেটর যন্ত্র নষ্ট। কিন্তু তালিকায় এসব যন্ত্রের কোনো উল্লেখ নেই।