ময়লার ঝুঁড়িতে ৪৬টি স্বর্ণ বার!
তানজিলা ফাহিম
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার ঝুঁড়িতে মিলেছে ৪৬টি স্বর্ণের বার। তল্লাশি চালিয়ে সাড়ে ৫ কেজি ওজনের বারগুলো উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা দল। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
আজ বুধবার সকালে বিমানবন্দরের টয়লেটে থাকা ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় এ বারগুলো পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে ধরতে পারেনি কাস্টমস।
কাস্টমস সূত্রে জানা যায়, বিমানবন্দরের মহাপরিচালকের কাছে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদ আসে। এ তথ্যের ভিত্তিতে কাস্টমসের গোয়েন্দা দল নজরদারি শুরু করে। যাত্রীদের তল্লাশির পাশাপাশি বেশকিছু ফ্লাইটেও তন্ন তন্ন করে খুঁজেও মিলে না স্বর্ণের হদিস।
এক পর্যায়ে বিমানবন্দরের টয়লেটে ময়লার ঝুড়িতে থাকা স্কচটেপ মোড়ানো দুই বান্ডিল স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলোর ওজন ৫ দশমিক ৩৫৯ কেজি। আর বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৭৫ লাখ টাকা। অভিযানে নেতৃত্ব দেন কাস্টমসের শিফট ইনচার্জ উপ-পরিচালক মো. শাকিল খন্দকার।
অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণের বারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কাউকে ধরতে না পারলেও গোয়েন্দারা বলছেন, এসব ঘটনায় জড়িত আছে একটি চক্র। এ ঘটনায় নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা।