ময়মনসিংহের ভালুকায় যাত্রা শুরু করল যুক্তরাজ্যভিত্তিক স্কুল হেইলিবারি
সাদাকালো নিউজ
বাংলাদেশে প্রথম শতভাগ আবাসিক সুবিধাসহ আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করছে হেইলিবারি। বাংলাদেশে হেইলিবারির যাত্রা উপলক্ষে সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বলা হয়, যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম হেইলিবারি ও বাংলাদেশের বেস্ট সার্ভিসেস লিমিটেডের যৌথ উদ্যোগে দেশে এই স্কুলের কার্যক্রম চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, শিক্ষাকে ডিজিটালইজড করতে সরকার কাজ করে যাচ্ছে । এর মধ্যে অনেক স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হয়েছে। নতুন শিক্ষাক্রমেও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির উপর জোর দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান, দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে দক্ষ তরুণ প্রজন্ম তৈরি করতে হবে। এজন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হচ্ছে। হেইলিবারি স্কুলও এক্ষেত্রে ভূমিকা রাখবে।
হেইলিবারি ইউকে’র প্রধান শিক্ষক মার্টিন কলিয়ার জানান, হেইলিবারি ব্রিটেনের অন্যতম সেরা স্কুল। ভালুকাতে এই স্কুল করার উদ্দেশ্য মানসম্মত শিক্ষা ছড়িয়ে দেয়া। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে যাতে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয় সেই প্রচেষ্টাও থাকবে।
বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ মানে নিয়ে যেতে এই স্কুল মাইলফলক হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন হেইলিবারি ভালুকা স্কুলের প্রধান শিক্ষক সাইমন ও’গ্র্যান্ডি।
বেস্ট সার্ভিসেস লিমিটেডের পরিচালক আফরা আনজুম বলেন, এই বিদ্যাপীঠ মূলত যারা দেশের বাইরে পড়তে যেতে পারে না, তাদের জন্যই। হেইলিবেরি ভালুকার মধ্য দিয়ে দেশেই বিশ্বমানের শিক্ষার অভাব পূরণ হবে।
অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন জানান, বাংলাদেশে শিক্ষার মান অনেক দূর এগিয়েছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এ দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে দক্ষতা বাড়াতে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ময়মনসিংহের ভালুকায় ৮৫০ একর জমির উপর হবে স্কুলের ক্যাম্পাস। সেখানে এক হাজার শিক্ষার্থীর আবাসিক সুবিধা থাকবে। ঢাকার নিকুঞ্জতে প্রতিষ্ঠানটির কার্যালয় থাকছে। আগামী বছরের জানুয়ারি থেকে হেইলিবারি স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হবে; আর ইংলিশ মিডিয়ামের শিক্ষাবর্ষের শুরু অর্থাৎ আগস্টে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
হেইলিবারি ভালুকা স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেস্ট হোল্ডিংসের চেয়ারম্যান আমিন আহমেদ ভূঁইয়া, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাতসহ বিশিষ্টজনরা।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও স্কুলের উপদেষ্টা অধ্যাপক এস এম এ ফায়েজ, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের মিশ্রণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামে অনুষ্ঠানটির।