ম্যানচেস্টার বিমানবন্দরে ৩০ মিনিট অপেক্ষায় রিয়াল মাদ্রিদ
সাদাকালো নিউজ
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি হবে সিটিজেনদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। এই ম্যাচের আগে নির্ধারিত দিনেই গতকাল ম্যানচেস্টার শহরে যায় রিয়াল মাদ্রিদ। শহরে পা দেওয়ার পরের অভিজ্ঞতাটা রিয়ালের জন্য মোটেও সুখকর ছিল না। তাদের জন্য নির্ধারিত বাস এসেছে ৩০ মিনিট পর।
স্পেন থেকে ইংল্যান্ডে এসে প্রয়োজনীয় কাজ শেষ করে বিমানবন্দর থেকে বাইরে আসে রিয়াল মাদ্রিদ দল। বাইরে এসেই চক্ষু চড়ক গাছ। তাদের জন্য নির্ধারিত বাসই আসেনি। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর বাস আসে।
এর আগে ওই সময় টার্মিনালের সামনে দাঁড়িয়ে ফুটবলারদের দেখা যায় পায়চারি করতে। এছাড়াও ফুটবলারদের সময় কাটে মোবাইল ফোনে। বিষয়টি কোচ কার্লো আনচেলত্তিকেও দেখা যায় বেশ বিরক্ত।
এর আগে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডে ১-১ সমতায় ম্যাচ শেষ করেছিল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ওই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। পরে কেভিন ডি ব্রুইনির গোলে সমতায় ফেরে দলটি। তাই এই ম্যাচে যারা জিতবে তারাই খেলবে ফাইনাল। এর আগে ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে ১৩ বছর পর ফাইনালে উঠেছে দলটি।