মোল্লাহ আব্দুল গনি বারাদারের উত্থান কীভাবে?
সাদাকালো নিউজ ডেস্ক
ইংরেজি ব্রাদার শব্দ পোশতু ভাষায় বারাদার। বাংলায় যার অর্থ ভাই। মোল্লাহ আব্দুল গনির নামের পরে যে বারাদার, তার অর্থ ভাই।
কাবুল জয়ের পর, আফগানিস্তানে ফিরেছেন মোল্লাহ আব্দুল গনি বারাদার। কাতারের দোহা থেকে একটি বিশেষ বিমানে করে ১৭ই আগস্ট আরও কয়েকজন সিনিয়র নেতাকে নিয়ে কান্দাহারে নামেন তিনি।
আমেরিকান হামলার মুখে ২০০১ সালে তালেবানের অন্য নেতাদের সাথে প্রথমে কাবুল থেকে পালান বারাদার। পরে দেশ ছেড়ে আশ্রয় নেন পাকিস্তানে। এরপর সন্ত্রাসের মামলায় ৮ বছর পাকিস্তানের কারাগারে ছিলেন।
শেষ পর্যন্ত দীর্ঘ ২০ বছরের নির্বাসিত জীবন আর কারাবাসের পর ১৭ই আগস্ট বিজয়ীর বেশে দেশে ফিরেছেন বারাদার।
তালেবানের হাতে কাবুলের পতনের পর থেকেই নতুন একটি সরকার গঠনের জোর তৎপরতা শুরু হয়েছে এবং মোল্লাহ বারাদারের আফগানিস্তানে ফেরা ইঙ্গিত করছে যে নতুন সরকারের ঘোষণা এখন শুধু সময়ের ব্যাপার।
হিবাতুল্লাহ আখুন্দজাদা তালেবানের আমির বা শীর্ষ নেতা, কিন্তু এখন পর্যন্ত যে ইঙ্গিত তা হলো কাবুলে আসন্ন সরকারের প্রধান হতে চলেছেন তার ডেপুটি মোল্লাহ বারাদার।
রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর রোববার দোহায় বসে সোশ্যাল মিডিয়াতে ভিডিও স্ট্রিমিংয়ে তালেবানের সাদা পতাকা সামনে নিয়ে বারাদারই যুদ্ধে বিজয়ের ঘোষণা দেন। বিজয়ের এই ঘোষণাও হিবাতুল্লাহ আখুনজাদার কাছ থেকে আসেনি।