মোদিকে লক্ষ্য করে মোবাইল নিক্ষেপ
সাদাকালো নিউজ
ফের প্রশ্ন উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা নিয়ে।
গত রবিবার (৩০ এপ্রিল) কর্নাটকের মাইসুরুতে রোড শো চলাকালীন মোদির গাড়ি লক্ষ করে ছোড়া হয় মোবাইল ফোন।
ছুড়ে মারা ফোনটি মোদির গায়ে লাগেনি।
আগামী ১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচন। তার আগে গত রবিবার সে রাজ্যের বিভিন্ন এলাকায় সভা করেছিলেন মোদি। পরে রোড শো-ও করেন।
ওই রোড শো চলাকালীনই মোদির গাড়ি লক্ষ করে ওই মোবাইল ফোন ছোড়া হয়। ভিড়ের মধ্যে কে মোবাইল ফোন ছুড়েছেন, তা এখনও স্পষ্ট হয়নি।
চলতি বছরের জানুয়ারি মাসে কর্নাটকেই মেদির নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। সে সময় হুবলিতে জাতীয় যুব উৎসবে যোগ দিতে সেখানে গিয়েছিলেন তিনি।
বিমানবন্দরে নেমে কর্মসূচিস্থলে যাওয়ার পথে গাড়ির পাদানিতে দাঁড়িয়েছিলেন তিনি আর রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ছিল সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর পাশ দিয়ে ছুটছিলেন তার নিরাপত্তা রক্ষীরা। এমন সময় নিরাপত্তাবলয় টপকে মালা দিতে মোদির একেবারে কাছে পৌঁছে যান এক যুবক। প্রধানমন্ত্রী হাতে মালাটি নিয়ে এক রক্ষীকে দিয়ে দেন।
ওই ঘটনার পরেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও হুবলির পুলিশ কমিশনার তখন দাবি করেছিলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনো রকম গাফিলতি হয়নি।
এর আগে, গত বছরের ৫ জানুয়ারি পাঞ্জাবে মোদির নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা প্রকাশ্যে এসেছিল। সেই সময় তার যাত্রাপথ অবরোধ করেছিল এক দল বিক্ষোভকারী।
যার কারণে প্রায় ১৫-২০ মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়।