মেসির রেকর্ডভাঙা গোলে ফ্রেঞ্চ লিগ জিতল পিএসজি
টানা দ্বিতীয়বারের মতো লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করতে সহজ সমীকরণেই মাঠে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এক পয়েন্ট হলেই শিরোপা নিজেদের সমীকরণে এক ম্যাচ হাতে রেখেই ফ্রেঞ্চ লিগ ওয়ানে রেকর্ড এগারতম শিরোপা জিতল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
শনিবার (২৭ মে) স্তাদে দি লা মেনিয়াওয়ে লিগের ৩৭তম ম্যাচে স্ত্রাসবুর্গের বিপক্ষে ১-১ গোলের ড্র’তে শিরোপা নিশ্চিত হয় প্যারিসিয়ানদের। এতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল ক্রিস্টফ গালতিয়েরের দল।
এদিন প্রতিপক্ষের মাঠে বল দখলে শুরু থেকেই এগিয়ে ছিল প্যারিসিয়ানরা। তবে গোল করার মতো খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি মেসি-এমবাপ্পেরা। অন্যদিকে স্ত্রাসবুর্গই গোলের বেশি সুযোগ পেয়েছিল।
ম্যাচের ১০তম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু নিশ্চিত বিপদ থেকে দলকে এ যাত্রায় রক্ষা করেন স্বাগতিকদের গোলরক্ষক ম্যাটস সেলস।
পাঁচ মিনিট পরেই বড় সুযোগ পেয়েছিল স্ত্রাসবুর্গ। কিন্তু পিএসজির ফুটবলারদের দুর্বল ব্যাকপাসে হাবিব দিয়ালোর দারুণ শট রুখে দেন সার্জিও রামোস।
গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৯তম মিনিটে এমবাপের পাস থেকে প্যারিসকে লিড এনে দেন লিওনেল মেসি। এ গোলে ইউরোপের সেরা পাঁচ লিগে এখন সর্বোচ্চ গোলের রেকর্ড দখলে নিয়েছেন এ আর্জেন্টাইন।
এরপর ম্যাচের ৭৯তম মিনিটে স্ত্রাসবুর্গকে সমতায় ফেরান কেভিন গামিরো। বাকি সময়ে নিজেদের রক্ষণ সামলে, লিগ ওয়ানে সর্বাধিক শিরোপা ঘরে তুলে পিএসজি।
এ জয়ে ৩৭ ম্যাচে ২৭ জয়ে পিএসজির পয়েন্ট ৮৫। সমান সংখ্যক ম্যাচে লেন্সের পয়েন্ট ৮১। তাই ৩৮ ম্যাচের লিগে শেষ ম্যাচের আগেই টানা দ্বিতীয় ও সব মিলিয়ে ১১তম লিগ শিরোপা নিশ্চিত করলো পিএসজি। অন্যদিকে এ ড্রয়ে সমান সংখ্যক ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আগামী মৌসুমে লিগে টিকে রইল স্ত্রাসবুর্গ।