মেসির দুর্দান্ত গোলে পিএসজি জয়
সাদাকালো নিউজ
প্যারিসে গিয়ে গত মৌসুমে ফর্মে ছিলেন না লিওনেল মেসি। নতুন মৌসুমে স্বরূপে ফিরেছেন পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার। প্রায় প্রত্যেক ম্যাচেই গোল কিংবা অ্যাসিস্ট করছেন। পিএসজির সবশেষ ম্যাচেও গোল পেয়েছেন। মেসির দুর্দান্ত ফ্রি-কিক গোলের পর স্কোরশিটে নাম তোলেন কিলিয়ান এমবাপ্পে। শনিবার রাতে পার্কে দেস প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মেসি-এমবাপ্পের নৈপুণ্যে নিসকে ২-১ গোলেন হারায় পিএসজি।
লিগ ওয়ানের সবশেষ ১৮ ম্যাচে অপরাজিত পিএসজি। এই জয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লা প্যারিসিয়ানরা। নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো লিগ ওয়ানের ৯ ম্যাচ শেষে কমপক্ষে ২৫ পয়েন্ট অর্জন হলো পিএসজির। ২০১৭-১৮ মৌসুমেও প্রথম ৯ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট অর্জন করেছিল দলটি। আর ২০১৮-১৯ মৌসুমে ২৭ পয়েন্ট অর্জন করেছিল পিএসজি।
আক্রমণভাগে মেসি-নেইমারের সঙ্গী হয় ফরাসি স্ট্রাইকার হুগো একিতিকে।
ম্যাচের ২৯তম মিনিটে মেসির গোলে লিড পায় পিএসজি। ডি-বক্সের বাইরে নিজে ফাউলের শিকার হলে ফ্রি-কিকে গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই ম্যাচে ফেরে নিস। ডান দিক থেকে সতীর্থের পাস পেয়ে সমতাসূচক গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড লাবোর্দে।
এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে পয়েন্ট হারানোর শঙ্কা বাড়তে থাকে পিএসজির। তবে ৮৩তম মিনিটে লা প্যারিসিয়ানদের ত্রাতা হয়ে ওঠেন বদলি হিসেবে নামা এমবাপ্পে। বক্সে স্বদেশি ডিফেন্ডার নর্দি মুকিয়েলের পাসে প্রথম স্পর্শে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে।
ম্যাচে দুর্দান্ত ছন্দ দেখানো লিওনেল মেসির প্রশংসা করেছেন পিএসজি কোচ গালতিয়ের। ম্যাচশেষে তিনি বলেন, ‘অনুশীলনে মেসিকে দেখে অবিশ্বাস্য শান্তি অনুভূত হয়। সে এমন একজন খেলোয়াড় যে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে এবং গোল করতে অভ্যস্ত। সে পুনরায় বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচিত হতে পারে। দুর্দান্ত ছন্দ এবং আনন্দে রয়েছে মেসি। যখন সে খুশি থাকে, সে পারফর্ম করে।’