মেসি আসলে যেসব লাভ হবে বার্সার!
সাদাকালো নিউজ
লিওনেল মেসিকে নিয়ে টানাটানি যেন থামছেই না। পিএসজির সঙ্গে চুক্তি শেষ হতে আর একমাস বাকি। কদিন আগে গুঞ্জন উঠেছিল রেকর্ড দামে সৌদি আরবে চলেই গেছেন মেসি! এবার নতুন খবর–সৌদি নয়, বার্সেলোনায় ফিরবেন তিনি। পুরেনো ডেরায় তাকে আনতে সৌদি ক্লাব আল-হিলালের চেয়ে বেশি অর্থ দিতে না পারলেও বার্সার প্রস্তাবিত অঙ্কটা কম নয়।
গতকাল রোববার (২১ মে) প্রকাশিত স্পোর্টের একটি প্রতিবেদন অনুসারে জানা যায়, মেসি যদি বার্সায় ফেরে তাহলে কাতালান ক্লাবটির বার্ষিক আয় হবে প্রায় ২৩ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২ হাজার ৬৬৩ কোটি টাকা। এর একটা অংশ আসবে স্পন্সর থেকে। এই খাত থেকে আসবে প্রায় ১৫ কোটি ইউরো বা এক হাজার ৭৩৭ কোটি টাকা। এ ছাড়া জার্সি বিক্রি বাবদ আসবে বাকি আট কোটি ইউরো বা ৯২৬ কোটি টাকা।
মেসি মানেই সোনার হরিণ। যেখানে যাবেন, সবটুকু আলো কেড়ে নেওয়ার পাশাপাশি লাভবান করবেন ক্লাবকে। তাই তো চড়া মূল্যে তাকে পেতে চায় যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি ও সৌদির ক্লাব আল-হিলাল। কারণ, মেসি নামক বিজ্ঞাপনে শুধু ক্লাব নয়, ফুলেফেঁপে উঠবে গোটা লিগই।