মুহিতের অনন্য যত রেকর্ড
তানজিলা ফাহিম
স্বাধীন বাংলাদেশে একজন রাষ্ট্রপতি ও দুই জন অর্থ উপদেষ্টার বাইরে অর্থমন্ত্রী হিসেবে বাজেট উত্থাপন করেছেন ১০ জন। এর মধ্যে একমাত্র আবুল মাল আবদুল মুহিতই টানা ১০টি বাজেট উত্থাপন করার সুযোগ পেয়েছেন। এই রেকর্ড আর কারও নেই।
দেশের জন্য যৌথভাবে সর্বোচ্চ এবং একটানা সর্বোচ্চ বাজেট উত্থাপনকারী সেই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পাড়ি দিয়েছেন না ফেরার দেশে।
১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্ম নেয়া সাবেক অর্থমন্ত্রী পঞ্চাশের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন।
শিক্ষাজীবন শেষে ১৯৫৬ সালে মুহিত যোগ দেন পাকিস্তান সিভিল সার্ভিসে। ২৫ বছরের সরকারি চাকরিজীবনের প্রায় ১৩ বছর পূর্বপাকিস্তান এবং কেন্দ্রীয় পাকিস্তান সরকারের চাকরি করেন। বিভিন্ন ভূমিকায় দায়িত্ব পালন শেষে ১৯৮১ সালে চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে যান মুহিত।
দীর্ঘদিন পর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন মুহিতের ওপর। সেই দায়িত্ব তিনি পালন করে গেছেন টানা ১০ বছর।
মুহিতের জীবনের প্রথম বাজেটের আকার ছিল ৪ হাজার ৭৩৮ কোটি টাকা। যেটা তিনি এরশাদ সরকারের ১৯৮২-৮৩ অর্থবছরে ঘোষণা দিয়েছিলেন। পরের ১৯৮৩-৮৪ অর্থবছরে অর্থমন্ত্রী মুহিত ৫ হাজার ৮৯৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। আর তৃতীয় বাজেট ঘোষণা করেন আওয়ামী লীগ সরকারে অধীনে ২০০৯-১০ অর্থবছরে। ওই বছর মুহিত ১ লাখ ১৩ হাজার ৮১৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।
আবদুল মুহিতের ১০ম বাজেট ছিল ২০১৬-১৭ অর্থবছরের। আকার ছিল ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।
২০১৭-১৮ অর্থবছরে মুহিত ৪ লাখ ২৭০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। যা ছিল তাঁর জীবনের ১১তম বাজেট। মুহিতের শেষ বাজেট ছিল ২০১৮-১৯ অর্থবছরে। যার আকার ছিল ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।