মুসলমান রাজ-শ্রভশ্রী, ভারতজুড়ে বিতর্ক!
সাদাকালো নিউজ
শোবিজ অঙ্গনের নায়ক-নায়িকাদের ধর্ম পরিবর্তন করা নতুন কোনো ঘটনা নয়। আবার অনেকেই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে অভিনয় করাও ছেড়ে দিয়েছেন। এবার সেই আলোচনায় এসেছেন টালিউডের অন্যতম পাওয়ার কাপল রাজ শুভশ্রী।
সম্প্রতি দিল্লি-জয়পুর ঘুরে এসেছেন শুভশ্রী গাঙুলি ও নির্মাতা রাজ চক্রবর্তী। সেখানে আজমির শরিফেও গিয়েছিলেন তাঁরা। সঙ্গে ছিল তাঁদের দেড় বছরের ছেলে ইউভানও। মাথায় ফেজ টুপি পরে দরগায় ঢুকেছিল ছোট্ট ইউভান।
আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ঘটে বিপত্তি। কটাক্ষ করতে থাকেন একদল কট্টরবাদী। রাজ-শুভশ্রীর পাশাপাশি ইউভানকে নিয়েও বাজে মন্তব্য করেন অনেকে।
এমনকি সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, আজমির শরিফে গিয়ে সপরিবারে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন এই তারকা দম্পতি।
এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেন রাজ চক্রবর্তী। তিনি বলেন, ‘আমি এটা দেখে অবাক হচ্ছি! আজকাল মানুষের চিন্তাভাবনা, সংস্কৃতি কতটা নিচে নেমে গেছে। ওরা ইউভানকেও ছাড়ছে না।’
রাজ আরও বলেন, একজন বাঙালি হিসেবে আমি সর্ব ধর্মে বিশ্বাসী, আর এই ধরনের ঘৃণাকে কখনোই প্রশ্রয় দেব না। আমি সমস্ত ধর্মীয় স্থানে ঘুরতে যেতে ভালোবাসি। এটা নিয়ে কে কী ভাবল আমার কিছু যায় আসে না। আর এই ধরনের মিম যারা বানাচ্ছেন তারা মানসিকভাবে অসুস্থ। নয়তো একটা ছোট বাচ্চাকে টেনে আনত না।’