মুসকানকে ৩ কোটি টাকা পুরস্কার সালমান-আমিরের, সত্যিটা কী?
নাফিজা আক্তার
কলেজের মধ্যে বোরখা পরে একটি মেয়ে হেঁটে চলেছে আর তার পিছনে একদল ছেলে, গলায় গেরুয়া স্কার্ফ পরে মেয়েটিকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছে ‘জয় শ্রীরাম’। এক সময় মেয়েটি ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে ‘আল্লাহু আকবর’। প্রতিবাদী ওই ছাত্রীর নাম মুসকান খান। মুহূর্তে ভাইরাল হয়ে যায় কর্ণাটকের এক কলেজের সেই ভিডিও।
এদিকে, খবর রটেছে ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে নিজের ধর্মকে তুলে ধরার জন্য মুসকানকে ৩ কোটি টাকা দিয়েছেন অভিনেতা সালমান খান ও আমির খান। এখানেই শেষ নয়, তাকে নাকি তুরস্কের সরকার ২ কোটি টাকা দেবে। একাধিক ইউটিউবার এই তথ্য শেয়ার করেছেন, যাদের অনেকেরই সাস্ক্রাইবারের সংখ্যা লক্ষাধিক। এভাবেই ছড়িয়ে পড়তে থাকে সেই খবর। কিন্তু খবরের সত্যতা যাচাই সংস্থা ‘ফ্যাক্টলি’ এই খবর ভুয়া বলে ঘোষণা করেছে। তারা জানায়, মুসকানকে কেউ কোনো টাকা দেয়নি। এই খবর পুরোটাই রটনা।
এর আগে চলতি মাসের ৫ ফেব্রুয়ারি কর্ণাটক সরকার ‘সমতা, অখণ্ডতা এবং জনসাধারণের আইন-শৃঙ্খলাকে বিঘ্নিত করে’ এমন পোশাক না পড়ার আদেশ জারি করে। সমস্ত স্কুল ও কলেজে একটি ড্রেস কোড বাধ্যতামূলক করার আদেশ জারি করার পরে পুরো বিতর্কের সূত্রপাত হয়।