মুশফিকের হাঁটুতে ৬ সেলাই
সাদাকালো নিউজ
জিম করতে গিয়ে বাম পায়ের হাঁটুর নিচে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। তাতে ছয় সেলাই লেগেছে। সুস্থ হয়ে ফিরতে ১৪ দিন সময় লাগবে বাংলাদেশের ডানহাতি এই ব্যাটসম্যানের।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চোটে পড়েন মুশফিক। সাদাকালো নিউজকে এটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন।
মুঠোফোনে মনজুর বলেন, ‘জিম করতে গিয়ে মুশফিক পড়ে যান। ব্যথা পান বাম পায়ের হাঁটুর নিচে। আপাতত সেলাই দিয়ে রাখা হয়েছে। সুস্থ হয়ে ফিরতে দুই সপ্তাহের মতো লাগবে।’
এশিয়া কাপ শেষে দেশে ফিরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেন মুশফিক। আপাতত জাতীয় দলের সঙ্গে কোনও ব্যস্ততা তার নেই। ১০ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় লিগ। সেই প্রস্তুতি নিতে ফিটনেসের কাজ করছিলেন তিনি। কিন্তু জিম করতে গিয়ে মাঠের বাইরে থাকতে হচ্ছে দুই সপ্তাহের জন্য।