মুশফিকের সেঞ্চুরি
সাদাকালো নিউজ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে তামিম পর সেঞ্চুরির পথে ছিলেন আরও দুই ক্রিকেটার। কিন্তু ব্যক্তিগত ইনিংসকে শতকে রূপ দিতে পারেননি লিটন দাস। তবে লিটনের করা ভুলে পা দেননি মুশফিক। তুলে নিলেন সেঞ্চুরি। এরপরই চা’র বিরতিতে যায় দুদল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৪৩৬ রান সংগ্রহ করেছে স্বগতিকরা। ফলে লিড দাঁড়িয়েছে ৩৯ রানে।
এখন ১০৪ রানে মুশফিক এবং ৪ রানে নাঈম অপরাজিত রয়েছেন।
এর আগে সফররত শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনশেষে বাংলাদেশ করেছিল ৩ উইকেটে ৩১৮। ওই দিন ৫৩ রানে মুশফিক ও ৫৪ রানে লিটন অপরাজিত ছিলেন।
লিটন-মুশফিক দুজনই ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু সেঞ্চুরির কাছাকাছি এসেও সেটা পূরণ করতে পারেননি লিটন। লাঞ্চ বিরতি থেকে ফিরে প্রথম বলেই আউট হয়ে ফিরতে হয় তাঁকে।
লিটন আউট হওয়ার পর আবারও ব্যাট করতে আসেন রিটায়ার্ড হার্ডে মাঠ ছাড়া টাইগার ওপেনার তামিম ইকবাল খান। কিন্তু সুবিধা করতে পারেননি তিনিও। ক্রিজে নেমে প্রথম বলেই বোল্ড হন তামিম। তাঁর ব্যাট থেকে আসে ১৩৩ রান।
টানা দুই উইকেট হারিয়ে বাংলাদেশ দলের কিছুটা ছন্দপতন ঘটে। এ সময় ষষ্ঠ উইকেটে সাকিবকে সঙ্গে নিয়ে দলকে চাপমুক্ত করেন মুশফিকুর রহিম। কিন্তু সাকিব তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। ফিরেছেন ব্যক্তিগত ২৫ রানে।