মুনাফা কমেছে গ্রামীণফোনের
সাদাকালো নিউজ
শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেড চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে মার্চ,২৩ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদক প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী আগের বছরের একই সময়ের চেয়ে কোম্পানিটির মুনাফা কমেছে।
বুধবার (৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচ্য প্রান্তিকে গ্রামীণফোনের কর-পরবর্তী প্রকৃত মুনাফা হয়েছে ৭৭৯ কোটি টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ৮০৯ কোটি টাকা এবং ইপিএস হয়েছিল ৬ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা কমেছে।
গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা।
উল্লেখ্য, শেয়ারবাজারে ২০০৯ সালে তালিকাভুক্ত হয়েছে গ্রামীণফোন। মঙ্গলবার সর্বশেষ কোম্পানির শেয়ার ২৮৬ টাকায় লেনদেন হয়েছে।