মিশন ইম্পসিবল প্রশংসিত হেইলি
সাদাকালো নিউজ
হলিউডের সিনেমাজগতে বহুল কাঙ্ক্ষিত এবং জনপ্রিয় একটি সিরিজের নাম ‘মিশন ইম্পসিবল’। দুনিয়া মাতানো এই ফ্রাঞ্চাইজির সিনেমা মানেই টম ক্রুজ ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনা। সিনেমার আকর্ষণে থাকেন টম ক্রুজ ও তার দুঃসাহসিক অভিযানের দৃশ্যগুলো। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজের নতুন কিস্তি। এবারের সিনেমার নাম ‘মিশন : ইম্পসিবল ডেড রেকনিং পার্ট ওয়ান’। ছবিটি মুক্তি পেয়েছে গত ১০ জুলাই। ফ্রাঞ্চাইজির সপ্তম এই কিস্তিকে বলা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় সিনেমা।
এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী হেইলি অ্যাটওয়েল। তার চরিত্রের নাম গ্রেস। টমের বিপরীতে তার এই চরিত্রটি সবাইকে মুগ্ধ করেছে। অনেকের মতে, ক্যাপটেন আমেরিকার পেগি চরিত্রের চেয়েও গ্রেস চরিত্রে নিজেকে ভালোভাবে ফুটিয়ে তুলেছেন হেইলি।
টমের সঙ্গে তার এবারের কেমিস্ট্রি সবাইকে মুগ্ধ করেছে। আগের ডিসির সুপার হিরো সব চরিত্রের থেকে এবারে চরিত্রটিতে তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন বলে দাবি তারই সহকর্মী সাইমন পেগের।
তিনি বলেন, ‘হেইলি আমাদের সবাইকে অবাক করে দিয়ে তার ক্যারিয়ারের সেরা একটি চরিত্র ইম্পসিবল ভক্তদের উপহার দিলেন। তার অভিনয় নিয়ে আমরা গর্বিত। তিনি অসাধারণ প্রতিভাবান একজন শিল্পী। ক্রুজের সঙ্গে তাল মিলিয়ে এভাবে নিজেকে উপস্থাপন করা আসলেই প্রশংসনীয়।’
সিনেমায় বরাবরের মতো টম ক্রুজ ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে দ্য সিডনি মর্নিং হেরাল্ডকে এ অভিনেতা জানান, ইন্ডিয়ানা জোনস তারকা হ্যারিসন ফোর্ডের মতো ৮০ বছর পর্যন্ত সিরিজটি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। সিনেমাটির নির্মাতাও তার দুঃসাহসিক পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন।
‘মিশন : ইম্পসিবল ডেড রেকনিং পার্ট ওয়ান’ পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাকুইরি। ছবিতে টম-হেইলি ছাড়া আরও অভিনয় করেছেন রেবেকা ফার্গুসন, ভ্যানেসা কারবি, সাইমন পেগ, ইসাই মোরালেস প্রমুখ।