মিলানকে হারিয়েই যুক্তরাষ্ট্র মিশন শেষ করল বার্সা
সাদাকালো নিউজ
আর্সেনালের কাছে বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্র সফরের শুরুটা হলেও শেষটা হয়েছে বার্সেলোনার রিয়াল মাদ্রিদ ও এসি মিলানকে হারানোর মধ্য দিয়ে। ক্লাব প্রীতি ম্যাচে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জেতার পর এসি মিলানকে ১-০ ব্যবধানে হারিয়ে ব্যাক টু ব্যাক জয় তুলে নিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করেছে কাতালানরা। আনুস ফাতির গোলে জয় দিয়ে শেষটা রাঙিয়েছে বার্সা।
এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো বার্সায় উসমান দেম্বেলের যুগ। কাতালানদের জার্সি গায়ে চাপিয়ে এটিই ছিল দেম্বেলের সর্বশেষ ম্যাচ। আগামী মৌসুমে এই তারকার পিএসজিতে যাওয়ার কথা শোনা যাচ্ছে সাম্প্রতিক সময়ে।
বুধবার (২ জুলাই) লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে বার্সেলোনা। পুরো ম্যাচের ৬২ শতাংশ সময় বল তারা নিজেদের দখলে রাখে। পাশাপাশি ১৮টি শট নেয় মিলানের জালে।
কিন্তু এরপরও গোলের দেখা পেতে ম্যাচভের ৫৫তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় কাতালানদের। আলেজান্দ্রো বালদের অ্যাসিস্টে বল পেয়ে ডান পায়ে লক্ষ্যভেদ করে ডেডলক ভাঙেন আনসু ফাতি।
এরপর ম্যাচের বাকিটা সময় আর গোল বের করে আনতে পারেনি দুই দলের কেউই। আর তাতেই ১-০ গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় কাতালানদের।