মিরপুরে আবাহনী মোহামেডান ম্যাচ আজ
সাদাকালো নিউজ
বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে আবাহনী-মোহামেডান লড়াই মানেই ছিল উত্তেজনা। পরতে পরতে থাকা ওই উত্তেজনা সময়ের সঙ্গে হারিয়ে এখন প্রায় শূন্যের কোঠায়। ঢাকা প্রিমিয়ার লিগে সেই লড়াইয়ে আজ মিরপুরে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। দর্শকের মধ্যে উত্তেজনা না থাকলেও মাঠে ক্রিকেটারদের মধ্যে নিশ্চিতভাবেই থাকবে নিজেদের সম্মান রক্ষার শত চেষ্টা। দুই দল মাঠে নামবে অভিন্ন লক্ষ্য জয়ের জন্য। দুই দল ম্যাচের আগে আছে দুই মেরুতে। আবাহনী জয়ের ধারায় থাকলেও মোহামেডান এখনও জিততে পারেনি কোনো ম্যাচ।
লড়াইয়ের আগে গতকাল মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করে আবাহনী। মর্যাদার লড়াইয়ে মাঠে নামার আগে অনুশীলনে বেশ মনোযোগী ছিল দলটি। কোচ খালেদ মাহমুদ সুজনও বেশ মনোযোগী ছিলেন। তিনি খেলোয়াড়দের উদ্দেশে সরাসরিই বলেছেন, ‘ম্যাচের আগে ওয়ার্মআপ করতে হবে। যেখানেই থাকিস ৮টা ১৫-এর মধ্যে মাঠে আসবি।’ আবাহনী অনুশীলন করলেও মিরপুরে আসেনি মোহামেডান। তাই মোহামেডানের মধ্যে থাকা উত্তাপ আঁচ করা যায়নি।
খেলোয়াড়দের মধ্যে দ্বৈরথের উত্তাপ টের পাওয়া গেলেও দর্শকদের মধ্যে তার সিকিভাগও নেই। এমনকি খালি গ্যালারিতেই হবে মর্যাদার লড়াই। কেন এ পরিণতি? মাঠে বসে আবাহনী-মোহামেডানের সোনালি দিনের অনেক ম্যাচ কাভার করা সিনিয়র সাংবাদিক শহিদুল আজম সেই সময়কার সুখস্মৃতির বর্ণনায় প্রতিদিনের বাংলাদেশের কাছে জানান, প্রত্যাশার চাপ বেড়েছে। দলের চেয়ে বরং ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে আমাদের নজরটা বেশি থাকে। এ ছাড়া দেশের খেলা দেখাটা সহজলভ্য হওয়ায় আন্তর্জাতিক তারকাদের নিয়মিত দেখে অভ্যস্ত হওয়াটাকে কারণ হিসেবে দেখছেন তিনি।
তিনি বলেন, ‘এখন টিভিতে সহজেই বড় তারকাদের দেখা যায়। তাই তারকাদের দেখতে এখন আর ঘরোয়া ক্রিকেট দেখতে হয় না। এ ছাড়া দলের চেয়ে আমাদের প্রত্যাশাটা ক্রিকেটারদের কাছে বেশি। এ দ্বৈরথে উত্তাপ কমে যাওয়ার পেছনে এটাও অন্যতম কারণ।’
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে আবাহনী আছে বেশ স্বস্তিদায়ক অবস্থানে। প্রথম দুই ম্যাচে দারুণ দুটি জয় তুলে নিয়েছে তারা। অন্যদিকে মোহামেডান আছে বেশ ব্যাকফুটে। প্রথম ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে হেরেছে তারা। দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটিংয়ে নামতে পারেনি মোহামেডান। শেষ ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে আশানুরূপ বোলিং করতে পারেনি। বৃষ্টিবিঘ্নিত ওই ইনিংসে ২১ ওভারে ২২২ রান তোলে রূপগঞ্জ। জয়ের খোঁজে থাকা মোহামেডানের চাওয়া থাকবে আগের দুই ম্যাচের ব্যর্থতা ভুলে প্রথম জয় তুলে নেওয়া। বিপরীতে আবাহনীর চাওয়া ধারাবাহিকতা ধরে রেখে শীর্ষে ওঠার লড়াইয়ে থাকা।