মিয়ানমারের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
সাদাকালো নিউজ
মিয়ানমারের সামরিক সরকারের আরও বেশ কজন সদস্য ও দেশটির জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং মিত্ররা। খবর রয়টার্সের।
দেশটির নোবেলজয়ী নেতা অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। ক্ষমতা দখলের দ্বিতীয় বার্ষিকীতে মঙ্গলবার (৩১ জানুয়ারি) দেশটির জান্তা সরকারের ওপর নতুন করে বেশ কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়া হলো।
মিয়ানমারের ইউনিয়ন ইলেকশন কমিশন, খনি কোম্পানি, জ্বালানিবিষয়ক কর্মকর্তা এবং সাবেক ও বর্তমান কয়েকজন সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট। পাশাপাশি যুক্তরাষ্ট্র এই প্রথম মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজের (এমওজিই) কর্মকর্তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।