মায়ের চোখের জলে ভিজলো সন্তানের প্রিয় ঘর !
সাদাকালো নিউজ
আমার বুকের ধন আর নেই। তাকে রাখা হয়েছে মাটির অন্ধকার ঘরে। এখন কী নিয়ে বাঁচবো। তোমরা আমার মেয়েকে এনে দেও।’ সন্তানের প্রিয় রুমে বসে এভাবেই বিলাপ করছিলেন মা এডলিন মিতালি বাড়ৈ। এ সময় উদ্ভ্রান্তের মতো রুমের এক কোণ থেকে আরেক কোণে ছুটছিলেন তিনি।
এভাবে আর কোনও মায়ের বুক যেন খালি না হয় এমন আহাজারি করে মিতালি বাড়ৈ বলেন, এভাবে আমার মেয়ের বিদায় নেয়ার কথা ছিলো না। গাড়ি চলানোর সময় সবাই একটু মনোযোগ দেবেন। তাহলেই দুর্ঘটনা এড়ানো যায়। আমার মতো আর কোনও মায়ের বুক যেন খালি না হয়। আমি নিঃস্ব হয়ে গেলাম।
গেল ১৩ই ফেব্রুয়ারি কানাডার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় টরন্টোয় সড়ক দুর্ঘটনায় শ্রেয়াসহ তিন বাংলাদেশি শিক্ষার্থী পরপারে পাড়ি দেন। অন্য দু’জন হলেন- আরিয়ান আলম দীপ্ত ও শাহরিয়ার খান মাহির। এ ঘটনায় গুরতর আহত হন আরও একজন শিক্ষার্থী। তিনি সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎপুত্র নিবিড় কুমার। দুর্ঘটনার সময় নিবিড় গাড়ি চালাচ্ছিলেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
শ্রেয়ার দেহ ২৭ ফেব্রুয়ারি ভোরে ঢাকা বিমানবন্দরে পৌঁছায়। তার বাবা জেমস সুনাম বাড়ৈ ও ছোট ভাই এদ্রিয়ান শুভ বাড়ৈ অন্য একটি ফ্লাইটে ২৬ ফেব্রুয়ারি দুপুরে ঢাকায় পৌঁছান। ২৭ ফেব্রুয়ারি শ্রেয়ার দেহ প্রথমে ফার্মগেটের মণিপুরি পাড়ার বাসায় নেয়া হয়। পরে সকাল ১০টার দিকে শেষকৃত্য অনুষ্ঠানের জন্য নেয়া হয় মগবাজারের চার্চে।
এদিন বিকেলে ফার্মগেটের হলি রোজারি চার্চে অ্যাঞ্জেলার জন্য দ্বিতীয় প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে চার্চ সংলগ্ন স্থানে শ্রেয়াকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে শ্রেয়ার বাবা জানান, ২০ বছর আগে ঈশ্বর শ্রেয়াকে আমার ঘরে পাঠিয়েছিলো। ১৩ই ফেব্রুয়ারি আবার তাকে ফিরিয়ে নিয়ে গেছে। আমার মেয়েটা কিছুটা চঞ্চল প্রকৃতির ছিলো। কিন্তু মানুষকে সে খুব ভালোবাসতো। খুব সহজেই সবকিছু মানিয়ে নিতে পারতো। খুব উদার ছিলো সে।
সবার কাছে অনুরোধ জানিয়ে শ্রেয়ার বাবা বলেন, জীবদ্দশায় আমার মেয়ে যদি কারো সাথে কোনো ভুল বা অন্যায় করে থাকে দয়া করে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। আজকে শেষবারের মতো তাকে আর্শীবাদ করবেন। আমাদের জন্যও প্রার্থনা করবেন। যাতে এই শোক সইবার শক্তি ঈশ্বর আমাদের দেন।
কানাডা সড়কে পরপারে যাওয়া অন্য দু‘জনের দেহ দেশে আসতে আরও দু-একদিন সময় লাগবে বলে জানা গেছে। ওই ঘটনায় আহত নিবিড় কুমার এখনও শঙ্কামুক্ত নন।