মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন সুজন
সাদাকালো নিউজ
আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। এই ঘটনার পর অনেকে মাহমুদউল্লাহর ক্যারিয়ার এখানেই শেষ মনে করছেন। তবে তেমনটা ভাবছেন না বিসিবির অন্যতম পরিচালক, বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘রিয়াদ একজন গুড ফাইটার। তার আন্তর্জাতিক ক্যারিয়ার এখনও শেষ হয়ে যায়নি। সে এখনও যেভাবে ফাইট করে যাচ্ছে, তাতে বলাই যায়, সে শেষ হয়নি। আবারও সুযোগ পেতে পারে, কেননা রিয়াদ বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার।’
তাই এশিয়া কাপে সুযোগ না পেলেও বিশ্বকাপে সুযোগ পেতেও পারেন মাহমুদউল্লাহ। শুধু তাই নয়, বিশ্বকাপের পরও সুযোগ পেতে পারেন বলে মনে করেন সুজন। এ বিষয়ে তিনি বলেন, ‘আগামী অক্টোবরে বিশ্বকাপ শেষ। এরপর অনেক সিরিজ আছে। রিয়াদ ফিটনেস টেস্টে ১৭.৬ পেয়েছে। তাই নিজেকে ফিট রেখে আরও এক বছর সে সময় নিতেই পারে।’