মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, ১৭ রোহিঙ্গা নিহত
সাদাকালো নিউজ
মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে একটি রোহিঙ্গা নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। গের সোমবার এ ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী দল মিয়ানমারের উপকূলে অন্তত ১৭টি মৃতদেহ খুঁজে পেয়েছে। রাখাইন রাজ্যের রাজধানী সিত্তওয়ের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শ্বে ইয়াং মাত্তা ফাউন্ডেশন রেসকিউ গ্রুপের মুখপাত্র ব্যায়া লাট জানান, মৃতদের মধ্যে ১০ জন মহিলা এবং সাতজন পুরুষ ছিল- যাদের সবাই রোহিঙ্গা মুসলিম। আটজনকে জীবিত পাওয়া গেছে এবং জীবিতদের বর্তমানে একটি স্থানীয় থানায় আটকে রাখা হয়েছে।
সিত্তওয়ের একজন পুলিশ কর্মকর্তা সিএনএনকে বলেছেন, নৌকাটি তিনজন বোট চালকসহ ৫৮ জনকে পরিবহন করছিল। পরিচয় প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, “তারা সাগরে ঝড়ের সম্মুখীন হয় এবং নৌকাটি বিশাল ঢেউয়ের নিচে ডুবে যায়”। স্থানীয় পুলিশ এবং উদ্ধার ফাউন্ডেশনের যৌথ উদ্ধার অভিযান কার্যক্রম চলছে, এখনও ৩৩ জন নিখোঁজ রয়েছে।
নিহতরা রাথেডাং, মংডু এবং বুথিডাং সহ বিভিন্ন শহরের বাসিন্দা বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।