পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল আর নেই
সাদাকালো নিউজ
ভারতের পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী আকালি দলের নেতা প্রকাশ সিং বাদল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এক সপ্তাহ আগে মোহালির একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছিল তাকে। গত মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৮টায় সেখানেই তার মৃত্যু হয়।
বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত মঙ্গলবার টুইটারে লিখেছেন, ‘তিনি ছিলেন ভারতীয় রাজনীতিতে এক সুউচ্চ ব্যক্তিত্ব।’
পাঞ্জাবের চারবারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এই প্রকাশ সিং বাদল। ২০২০ সালে নরেন্দ্র মোদি সরকারের বিতর্কিত তিন কৃষি আইনের বিরোধিতায় বিজেপির সঙ্গ ছেড়েছিল বাদলের আকালি দল। বাদলের পুত্রবধূ হরসিমরত কৌর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন।
সে সময় প্রকাশ্যে বাদল জানিয়েছিলেন, কৃষকদের চটিয়ে পাঞ্জাবে রাজনীতি করা অসম্ভব।
শেষ পর্যন্ত মোদি সরকার আইন প্রত্যাহার করলেও এনডিএতে আর ফেরেনি বাদলের দল। যদিও গত কয়েক বছর ধরে বয়সের কারণে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরেই ছিলেন তিনি। আকালি দলের সাংগঠনিক দায়িত্ব তুলে দিয়েছিলেন ছেলে সুখবীরের হাতে। চার দফার মুখ্যমন্ত্রিত্বে অবশ্য বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন বাদল।
পাঞ্জাবের আইনশৃঙ্খলা এবং মাদকের চোরাকারবার নিয়ে বারবার তাকে দুষেছে বিরোধীরা। তার মেয়ের জামাই তথা সাবেক মন্ত্রী বিক্রমজিৎ সিং মজেথিয়ার বিরুদ্ধে মাদকের কারবারের মামলা রুজু হয়েছে। জেলেও যেতে হয়েছে তাকে।
১৯২৭ সালে পাঞ্জাবের মুক্তসর জেলায় বাদলের জন্ম। পড়াশোনা ব্রিটিশ জমানার অবিভক্ত পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে। ১৯৪৭ সালে গ্রামপ্রধান নির্বাচিত হয়ে তার রাজনীতিতে হাতেখড়ি।
১৯৫৭ সালে শিরোমণি আকালি দলের টিকিটে প্রথম বিধানসভা নির্বাচনে জয়। ১৯৬৮ সালে বাদল প্রথম মন্ত্রী হয়েছিলেন। পরের বছরেই হন মুখ্যমন্ত্রী। পাঞ্জাবের চারবারের মুখ্যমন্ত্রী বাদল ১৯৭৭ সালে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধানী ভারতের প্রথম অকংগ্রেস সরকারেরও মন্ত্রী ছিলেন।