মারা গেছেন ‘আলিফ লায়লা’র সেই সিন্দাবাদ
সাদাকালো নিউজ
নব্বইয়ের দশকের শেষের দিকে তুমুল জনপ্রিয় হয়েছিল টিভি সিরিজ ‘আলিফ লায়লা’। এই সিরিজের সিন্দাবাদ চরিত্রটি বাংলাদেশের দর্শকদের কাছে খুব প্রিয় হয়েছিল। সেই সিন্দাবাদ চরিত্রে অভিনয় করা অভিনেতা শাহনেওয়াজ মারা গেছেন।
কয়েক মাস আগে তার বাইপাস সার্জারি করা হয়েছিল। আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত ভারতীয় টেলিভিশন ধারাবাহিক ‘আলিফ লায়লা’য় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শাহনেওয়াজ কণ্ঠঅভিনেতা হিসেবেও জনপ্রিয় ছিলেন।