মাভাবিপ্রবির ছাত্রীকে উত্ত্যক্ত করায় জবির ছাত্র আটক, পড়ে মুচলেকায় মিলে মুক্তি
সাদাকালো নিউজ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে কালীচরন দাস অরফে কেডি (২৫) নামে এক উত্ত্যক্তকারীকে আটক করেছে হল প্রভোস্টসহ সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে তাকে আটক করা হয়। কালীচরন দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল এমবিএ কোর্সে অধ্যয়নরত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কালীচরন দাস, দুইদিন আগে মাভাবিপ্রবি ক্যাম্পাসে প্রবেশ করে। প্রবেশের পর অর্থনীতি বিভাগের ছাত্র সুজন চন্দ্র দাসের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের অবস্থান সম্পর্কে তথ্য আদান প্রদান করে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪১৪ (গ) সিটে সুজন কুমার দাস নামে আরেক শিক্ষার্থীর নামে বরাদ্দকৃত সিটে একজন বহিরাগত (কালীচরণ দাস) উত্ত্যক্তকারী অবৈধভাবে অবস্থান করে। অবস্থানের এক পর্যায়ে বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের এক ছাত্রীকে উক্ত্যক্ত করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের হলের প্রভোস্ট ও সাধারন শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে তাকে আটক করে।
এ বিষয়ে মাভাবিপ্রবির প্রক্টর ড. মীর মো. মোজাম্মেল হক বলেন, ভুক্তভোগী ছাত্রীর বক্তব্য শুনে বক্তব্যের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে তার পিতা আনন্দ কুমার দাস তার পুত্র কালীচরন দাস ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করবে না এই মর্মে মুচলেকা দেন। আনন্দ দাসের মুচলেকায় আমরা তার ছেলেকে ছেড়ে দেই।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীম আল মামুন বলেন, হল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে হলে রাখা হলের আইনের পরিপন্থি। তাই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হলে কোনো বহিরাগত রাখলে তার সিট তৎক্ষনাৎ বাতিলসহ বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।