মান্নার যে কথাগুলো এখনো সবার মনে গেঁথে আছে
নাফিজা আক্তার
তাকে বলা হয় গণমানুষের নায়ক। সিনেমার মাধ্যমে তিনি অবহেলিত, নিগৃহীত গণমানুষের বন্দনা করেছিলেন। যেন রূপালি পর্দায় সাধারণ মানুষের প্রতিনিধি। তিনি মান্না। পুরো নাম আসলাম তালুকদার। তবে সিনেমায় এসে ধারণ করেছেন মান্না নামটি। এই নামেই পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। মান্না নেই আজ ১৪ বছর। ২০০৮ সালের এই দিনে দেশবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে উড়াল দেন এই নায়ক। তার চলে যাওয়ার শোকের মাতম বয়েছিল পুরো দেশে। সিনেমা অঙ্গনে নেমে এসেছিল স্থবিরতা।
চলে গিয়েও যারা গভীরভাবে থেকে যান, তাদের একজন মান্না। তিনি নেই বটে, কিন্তু তার সিনেমা ও কাজ রয়ে গেছে। আর রয়ে গেছে কয়েকটি কথা। যেগুলো তিনি বলেছিলেন একটি টিভি সাক্ষাৎকারে। এখনো সেই কথাগুলো সিনেমা জগতের মানুষের মনে গেঁথে আছে।
মান্না বলেছিলেন, ‘পৃথিবীর কোনো জগৎ যদি থাকে, চলচ্চিত্র জগৎ; এর মতো স্বার্থপর কোনো জগৎ আর নেই। এখানে আমরা সবাই বাণিজ্যিক। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, চাওয়া-পাওয়া সব মেকি। সিনেমা পরিবারের কেউ যদি বুকে হাত দিয়ে বলে, আমরা সবাই এক পরিবার; না, মিথ্যে। সবাই আলাদা।’ মান্নার এই কথাগুলো গত বছরের আগস্টে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। চিত্রনায়িকা পরীমণি তখন কারাগারে। সেই ইস্যুতেই সোশ্যাল মিডিয়ায় মান্নার কথাগুলো নিয়ে অনেক চর্চা হয়েছিল।